আমাদের ভারত, ১৬ মে: যতক্ষণে মানুষ নিজের প্রাতঃরাশ করেন ততক্ষণে ভারতীয় বায়ু সেনা দেশের শত্রুদের নিকেশ করেছে। এর জন্য ২৩ মিনিট যথেষ্ট ছিল। শুক্রবার গুজরাটের ভুজ বায়ুসেনা ঘাঁটি থেকে হুঙ্কার দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী। একইসঙ্গে অপারেশন সিঁদুরের সাফল্যের কথাও তুলে ধরেছেন তিনি। অন্যদিকে আই এম এফ থেকে পাকিস্তানকে আর্থিক ঋণ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন।
সম্প্রতি ভারতে হাজার বার বিরোধিতার পরেও পাকিস্তানকে তাদের জন্য বরাদ্ধ ৭০০ কোটি মার্কিন ডলার ঋণ থেকে ১০০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে আই এম এফ বা আন্তর্জাতিক অর্থভাণ্ডার। আজ ভুজ থেকে এই প্রসঙ্গ তুলে সরব হন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাঁর দাবি, আই এম এফ পাকিস্তানকে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে। কিন্তু আমি বিশ্বাস করি এই টাকা পাকিস্তান আবারও সন্ত্রাসবাদে মদত জোগাতে ব্যবহার করবে। তাই এইরকম পরিস্থিতিতে কোনভাবেই ওদের কোনোরকম আর্থিক সহায়তা করা উচিত নয়। আমরা চাই আই এম এফ যেন পাকিস্তানের হাতে টাকা তুলে দেওয়ার আগে একবার পুনর্বিচার করে। ভারত আই এম এফ’কে যে সহায়তা করে সেই টাকাই ঘুরপথে সন্ত্রাসবাদে মদত দিতে ব্যবহার করা হয়, যা কখনোই গ্রহণযোগ্য নয়।
একই সঙ্গে তিনি আরো বলেন, মোদী জমানায় প্রতিরক্ষা বিষয়ে ভারতের ভাবনা ও কার্যক্ষমতার বিরাট পরিবর্তন হয়েছে। এক্ষেত্রে ভারত ভগবান রামের আদর্শই মেনে চলেছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন অপারেশন সিঁদুর শেষ হয়নি। এটা ট্রেলার ছিল সঠিক সময় পুরো পিকচার দেখানো হবে।