ছেলের দায়িত্বজ্ঞানহীন আচরণে করোনা আক্রান্তের চিকিৎসক বাবার সদস্যপদ খারিজ আইএমএ’র

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ২০ মার্চ: ছেলের কীর্তির ফল ভুগতে হল চিকিৎসক বাবাকে। অভিযুক্ত আমলা অরুনিমা দে’র করোনা আক্রান্ত ছেলের দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য স্বামী ডাঃ শ্যামল ঘোষের সদস্য পদ খারিজ করল চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল এসোসিয়েশন (আইএমএ)। একইসঙ্গে ওই চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করার জন্যও ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলের কাছে আবেদন করছে চিকিৎসক সংগঠন আইএমএ। বৃহস্পতিবারই সংগঠনের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্প্রতি নামী কসমেটিক সার্জেন মনোজ খান্নার বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। সম্প্রতি ম্যানচেস্টার থেকে দুবাই হয়ে শহরে ফিরেছিলেন ওই চিকিৎসক।কিন্তু কোনোরকম সতর্কতামূলক ব্যবস্থা না নিয়ে কোয়ারেন্টাইনে না থেকে সোজা ক্লাবে টেনিস খেলতে চলে যান তিনি। রাস্তায় বেরিয়ে একাধিক মানুষের সংস্পর্শে আসেন। শেষ পর্যন্ত জ্বর গলা ব্যথা নিয়ে বেলেঘাটা আইডিতে ভর্তি হন বৃহস্পতিবার সন্ধ্যায়। একজন নামী চিকিৎসক হয়ে এরকম দায়িত্বজ্ঞানহীন আচরণে ক্ষুব্ধ চিকিৎসক মহল। যদিও ওই চিকিৎসকের দাবি, তিনি যখন লন্ডন গিয়েছিলেন, তখন লন্ডন করোনা তালিকাভুক্ত ছিল না।

তাই সব চিকিৎসকরা বিদেশ থেকে ঘুরে এসে কোনও রকম পরীক্ষা না করিয়েই হাসপাতালের কাজে যোগদান করেছেন, তাদের কেও চিহ্নিত করার কাজ শুরু করেছে সংগঠন। সংগঠনের সভাপতি তথা সাংসদ চিকিৎসক শান্তনু সেন জানিয়েছেন “দায়িত্বজ্ঞানহীন চিকিৎসকদের সদস্য পদ বাতিল করা হচ্ছে। এর পরে কথা বলে চিকিৎসকদের রেজিস্ট্রেশনও বাতিল করা হবে। যত বড় চিকিৎসকই হন না কেন, কেউ ছাড় পাবেন না।” একইসঙ্গে বড় বড় ক্লিনিক চালান, এমন চিকিৎসকদেরও ভিড় কম করাবার জন্য নির্দেশিকা জারি করেছে আইএমএ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *