Uddhav Thackeray, BJP, সাহস থাকলে বাংলা- তামিলনাড়ুতে হিন্দি চাপিয়ে দেখাক বিজেপি, চ্যালেঞ্জ ছুঁড়লেন উদ্ধব ঠাকরে

আমাদের ভারত, ৫ জুলাই: হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে মহারাষ্ট্রে তার প্রতিবাদ হবে, মারাঠিরা।প্রতিরোধ করবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন উদ্ধব ঠাকরে। শনিবার রাজ ঠাকুরের সঙ্গে যৌথ সমাবেশে বিজেপি এবং মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরনবিশকে আক্রমণ করে উদ্ধব সাফ জানিয়ে দিলেন, আমরা কোনো ভাষার বিরোধী নই, কিন্তু জোর করে চাপাতে গেলে শক্তি দেখাবো। একইসঙ্গে এক্ষেত্রে বাংলার প্রসঙ্গ টেনে আনেন তারা।

বিজেপি পরিচালিত মহারাষ্ট্র সরকার সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছিল, যেখানে ইংরেজি এবং মারাঠি মাধ্যমে প্রাথমিক স্কুলে হিন্দিকে তৃতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলক করা নির্দেশ দেওয়া হয়। প্রবল বিরোধিতার মুখে পড়ে সেই সিদ্ধান্ত বদল করে ঐচ্ছিক বলে ঘোষণা করা হয়।

এ প্রসঙ্গে রাজ্যের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরনবিশের মন্তব্যের জবাব দিতে গিয়ে উদ্ধব বলেন, আপনি বলেছেন ভাষাবাজি বরদাস্ত করবেন না, তাহলে দেখান একজন মারাঠিও কি মহারাষ্ট্রের বাইরে গিয়ে কারোর ওপর মারাঠি ভাষা চাপিয়েছে? এরপরই কটাক্ষের সুরে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। আর বলেন, সাহস থাকলে বাংলা বা তামিলনাড়ুতে গিয়ে হিন্দি চাপিয়ে দেখাক বিজেপি।

উদ্ধবের কথায় আমরা বাংলার মানুষের সঙ্গে একাত্ম। তামিল ভাষা ও সংস্কৃতির প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। কেন বারবার হিন্দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? এটা এক ধরনের উপনিবেশবাদ। এই মানসিকতাকে আমরা কখনোই মেনে নেব না।

ঘটনা হলো এর আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার হিন্দি চাপানোর প্রবণতার বিরোধিতা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, প্রত্যেক রাজ্যের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে। বিজেপি এটা ঠিক করবে না যে কে কী ভাষা শিখবে।

অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, হিন্দি কোনো ভাষার প্রতিদ্বন্দ্বী নয়, বরং সকল ভারতীয় ভাষার বন্ধু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *