আমরা ক্ষমতায় এলে আক্রমণকারীদের জেলে থাকতে হবে: শুভেন্দু অধিকারী

আমাদের ভারত, নন্দীগ্রাম, ১ জানুয়ারি: যারা বিজেপি কর্মীদের মারধর করছে “আমরা ক্ষমতায় এলে তাদের জেলে থাকতে হবে” বলে হুমকি দিলেন শুভেন্দু অধিকারী। কয়েকদিন আগে নন্দীগ্রামের ভুতামোড়ে তৃণমূলের হামলায় বেশ কয়েকজন বিজেপি ক্রর্মী আহত হয়। তৃণমূলের ১৭ জনের নামে থানায় অভিযোগ দায়ের করে বিজেপি। এফআইআরে নাম থাকা অধিকাংশকে এখনো গ্রেপ্তার করেনি নন্দীগ্রাম থানার পুলিশ। এই প্রসঙ্গেই শুভেন্দু আধিকারী বলেন ক্ষমতায় এলে তাদের জেলে থাকতে হবে।

শুভেন্দু অধিকারীর অভিযোগ, নন্দীগ্রাম সহ সব জায়গাতেই অভিষেকের বাছাই করা পুলিশকর্মীরা এসেছে। আসলে পুলিশকে বাদ দিলে তৃণমূল কোনও জায়গাতেই নেই। ‘গত লোকসভা নির্বাচনে মেদিনীপুর জেলায় যে ১৪টা বিধান সভায় বিজেপি পিছিয়ে ছিল সেগুলোর সব কটাকেই ধরে ধরে প্লাস করব।’ আজ নন্দীগ্রামের সোনাচূড়ায় বিজেপির প্রতিবাদ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা বলেন শুভেন্দু অধিকারী।

বিজেপি কর্মীদের মনোবল বাড়াতে আজ নন্দীগ্রামের সোনাচূড়ায় প্রতিবাদ দিবস পালন করা হয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। জনসভার মঞ্চথেকে শুভেন্দু অধিকারীর বক্তব্য, নন্দীগ্রামের সভার পর তিনি কাঁথি যাব, সেখানে তৃণমূলকে ঝেঁটিয়ে বিদায় করব। মঞ্চ থেকে শুভেন্দু আরো বলেন, আজ কল্পতরু উৎসব। ঠাকুরের কাছে আজ যে যা চেয়েছিলেন সব দিয়েছিলেন। আজ আমরা চাইব, সোনার বাংলা গড়তে চাই বিজেপিকে আগে চাই। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে। শুভেন্দু অধিকারী মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে বলেন, সাত সালে যারা আপনাদেরকে কুচিয়ে ছিল দুহাজার এগারো সালে তাদের কি হয়েছিল জানেন। তৃণমূলের অবস্থাও তাই হবে। আপনারা নির্ভয়ে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *