আশিস মণ্ডল, সিউড়ি, ৪ জানুয়ারি: “মিমকে ভোট দিলে বিজেপির হাতকে শক্ত করা হবে। বাংলার মুসলিম সমাজ এটা জানেন। মিমকে ভোট দিলে বিহারের মতো অবস্থা হবে”। সোমবার এক জনসভায় সাংবাদিকদের সামনে একথা বলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিকে সভার আগে তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতির ছবি তুলতে গিয়ে আক্রান্ত হন দুই সাংবাদিক।
বুথ কর্মী সম্মেলনের পর এবার ব্লকে ব্লকে জনসভার ডাক দিয়েছেন অনুব্রত মণ্ডল।
সোমবার সিউড়ি ২ নম্বর ব্লকের পুরন্দরপুরে জনসভার আয়োজন করা হয়। সভায় মিছিল করে কর্মী সমর্থকরা মাঠে ঢুকছিলেন। এরকম একটি মিছিলে তৃণমূল কর্মীরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সেই ছবি তুলতে যান কলকাতা টিভির সিউড়ির সংবাদদাতা মৃণালজিৎ গোস্বামী এবং স্থানীয় একটি বৈদুতিন মাধ্যমের সাংবাদিক প্রীতিময় চট্টোপাধ্যায়। অভিযোগ, সেই সময় কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক তাদের উপর চড়াও হয়। দুজনের মোবাইল ছিনিয়ে নেয়। খবর পেয়ে মঞ্চে উঠে অনুব্রত মণ্ডল হস্তক্ষেপ করেন। তার নির্দেশে ফিরিয়ে দেওয়া হয় মোবাইল।
এদিকে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সোনার বাংলা গড়ার স্বপ্নকে কটাক্ষ করে অনুব্রত বলেন, “আগে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, হিমাচল প্রদেশ সহ যে সমস্ত রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি সেগুলো আগে সোনার রাজ্য তৈরি করো। তারপর সোনার বাংলা গড়বে। বাংলার মানুষ অত বোকা নয়”। তিনি আরও বলেন, “ভোটের মুখে বিজেপি বাড়িতে বাড়িতে গিয়ে টাকার প্রলোভন দেখাবে। টাকা নিয়ে নেবেন। কারণ ওই টাকা ওদের বাবার টাকা নয়। চুরির টাকা। ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবেন। কারণ এই ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট। আর তাদের ঠেঙিয়ে পগারপাড় করে দেবেন”। তবে কাদের ঠেঙিয়ে পগারপাড় করতে হবে তা ভেঙে বলেননি তৃণমূলের জেলা সভাপতি।
সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনুব্রত বলেন, “মিম বিজেপির বি টিম। পয়সা নিয়ে কাজ করে। বাংলার মুসলিমরা জানে মিমকে ভোট দেওয়া মানে বিজেপির হাতকে শক্ত করা। বিহারকে দেখে মানুষের শিক্ষা হয়ে গিয়েছে”।