শুভেন্দুর সভার আগে বোমাবাজির ঘটনায় উত্তপ্ত সবং  

আমাদের ভারত, মেদিনীপুর, ৪ জানুয়ারি: শুভেন্দুর সভার আগে সবংয়ে বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। আগামী ৬ জানুয়ারি বুধবার সবংয়ের তেমাথাতে বিজেপির সভার আয়োজন করা হয়েছে। মেদিনীপুরে অমিত শাহের জনসভায় শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন সবংয়ের জেলা পরিষদ কর্মাধ্যক্ষ অমূল্য মাইতি। এই জনসভার তিনিই প্রধান আয়োজক। সেই সভাকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে সবংয়ে। অভিযোগ, বুড়াল গ্রাম পঞ্চায়েতের কেরুর গ্রামে শনিবার রাতে বিক্ষুব্ধ তৃণমূল ও বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে প্রায় কুড়িটি বোমা ছোড়া হয়েছে।

বিজেপিতে যোগ দেওয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অমূল্য মাইতি অভিযোগ করে বলেন, বিজেপিতে যোগদান ঠেকাতে আতঙ্কের পরিবেশ তৈরীর জন্য মানস ভুঁইঞার অনুগামীরা বোমাবাজি করেছে। তিনি বলেন, ৬ জানুয়ারি বুধবারের জনসভার পর তৃণমূল নেতারা বুঝতে পারবেন সবং ব্লকে বিজেপি কি আকার নিচ্ছে। তাঁর দাবি, শুভেন্দুর জনসভায় সবং ব্লকের অনেক তৃণমূল নেতা-কর্মী, পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপিতে যোগ দেবেন। তিনি জানিয়েছেন, জনসভার প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য শনিবার কেরুর গ্রামে বিজেপি কর্মী উত্তম জানার বাড়িতে একটি বৈঠক ডাকা হয়েছিল। বৈঠক শেষ হওয়ার পর উত্তম জানার এবং অন্যান্য বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। কেরুর এলাকার তৃণমূল নেতা হরিপদ করের শুভেন্দুর জনসভায় বেশকিছু অনুগামীকে নিয়ে বিজেপিতে যোগ দেওয়ার খবর ছড়াতেই বোমাবাজি করে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অমূল্য মাইতির অভিযোগ।

হরিপদ কর জানিয়েছেন, বুধবার আমরা শুভেন্দু অধিকারীর জনসভায় পদ্ম পতাকা হাতে তুলে নেব। আমাদের যোগদান আটকাতে তৃণমূলের কেরুর বুথ সভাপতি স্বরূপ সেনগুপ্তর নেতৃত্বে বোমা ফাটিয়ে আতঙ্কের পরিবেশ তৈরী করার চেষ্টা করা হচ্ছে।

যদিও এই অভিযোগ অস্বীকার করে স্বরূপ বাবু বলেছেন, এলাকার একজন চিকিৎসক হিসেবে আমি এসব বোমাবাজি ইত্যাদির ঘটনা পছন্দ করিনা। শুনেছি বিজেপির নতুন এবং পুরাতন কর্মীদের মধ্যে গন্ডগোল থেকেই বোমাবাজি হয়েছে।

সবং ব্লক তৃণমূল সভাপতি অমল পন্ডা বলেন, বড় বড় কথা বললেও এলাকায় অমূল্য মাইতির জনপ্রিয়তা বলে কিছু নেই। বোমাবাজির মত অনৈতিক ঘটনা তৃণমূল কর্মীরা করতে পারে বলে বিশ্বাস করি না। বিজেপির মধ্যে গন্ডগোল থেকে ঘটনা ঘটে থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *