শিক্ষকরা রাস্তায় বসলে শিক্ষার মান কমে যাবে: দিলীপ ঘোষ  

আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ জানুয়ারি: শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় বসার অধিকার আছে। তবে শিক্ষকরা বারবার ধর্মঘট করে রাস্তায় বসলে তাতে শিক্ষার মান কমে যাবে বলে মন্তব্য করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, এ বিষয়ে সরকারের উচিত শিক্ষকদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান
করা। আজ বুধবার মেদিনীপুরের ভাদুতলায় একটি স্বাস্থ্য মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

তিনি বলেন, পড়াশোনার মান উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি সরকারের এগিয়ে আসা উচিত না হলে শিক্ষার ক্ষেত্রে সমস্যা দেখা দেবে।এরপর সাংবাদিকরা মঙ্গলবার খড়্গপুরে বিজেপির বিশৃঙ্খলার প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, আমাদের মধ্যে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। প্রতিদিন হাজার হাজার মানুষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছে সেই যোগদান পর্বের পর থেকে কোথাও কোথাও ঠেলাঠেলি ও ভিড় জমে যাচ্ছে। যার ফলে সমস্যা হচ্ছে। তবে কালকের ঘটনায় ঠেলাঠেলিতে সমস্যা হয়েছিল। পরে একসঙ্গে জয় শ্রীরাম স্লোগান দিয়ে একসঙ্গে বেরিয়ে আসি আমরা।

এরপর সাংবাদিকরা স্বাস্থ্য সাথী কার্ড করার সুবিধে প্রসঙ্গে প্রশ্ন করলে দিলীপ ঘোষ বলেন, অনেকেই স্বাস্থ্য সাথী কার্ড থেকে মুখ ফিরিয়েছেন। কারণ এই স্বাস্থ্য সাথী কার্ডে তারা সঠিক পরিষেবা পাবেন না। তাই অনেকেই এই কার্ড করাতে চাননি। কিন্তু কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান কার্ড কিছুতেই করছে না রাজ্য সরকার। যার ফলে সাধারণ মানুষ সমস্যায় ভুগছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *