দল ছেড়ে গেলে শুভেন্দু অধিকারীর সঙ্গে সামাজিক সম্পর্কও থাকবে না, ওর মুখ দর্শন করব না: সৌগত রায়

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৪ ডিসেম্বর:
“শুভেন্দু অধিকারী আমাদের দলের ভালো নেতা ছিল। তিনটে দপ্তরের মন্ত্রী ছিল। আমি ওকে বলেছিলাম ওর যদি অভিষেকের সঙ্গে সমস্যা থাকে অভিষেকের সঙ্গে বসিয়ে দিচ্ছি, পিকের সঙ্গে সমস্যা হলে পিকের সঙ্গে বসিয়ে দিচ্ছি। কিন্তু ও যদি এত কিছুর পরও এখন মনে করে বিজেপিতে যাবে, কিছু বলার থাকে না। আমরা রক্ত দিয়ে তৃণমূল দল তৈরী করেছি। যে তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে যাবে, তার সঙ্গে দলের কোনও সামাজিক সম্পর্ক থাকবে না। আমি সৌগত রায় তার মুখ দর্শন করব না।”

এবার উত্তর ২৪ পরগনার বরানগরে প্রকাশ্য জনসভায় এইভাবে শুভেন্দু অধিকারীকে কড়া বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ সাংসদ সৌগত রায়। প্রসঙ্গত তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে নিজে দুবার বৈঠক করে ছিলেন, একবার অভিষেক বন্দোপাধ্যায় ও পিকের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করে ছিলেন। কিন্তু শুভেন্দু অধিকারী সব বৈঠকের পরেও নিজের সিদ্ধান্তে অনড় থেকে জানিয়ে দেন, তিনি তৃণমূলে সঙ্গে যোগাযোগ রাখবেন না। তারপরই বৃহস্পতিবার রাতে উত্তর ২৪ পরগনার বরানগরে প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে বার্তা দেন, দল ছেড়ে গেলে আর কোনও সামাজিক সম্পর্ক থাকবে না শুভেন্দু অধিকারীর সঙ্গে, এমনকি তিনি শুভেন্দু অধিকারীর মুখ দর্শন করবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *