Sukanta, BJP, বিজেপি সরকার ক্ষমতায় এলে ধর্ষকের বাড়ির সামনে বুলডোজার দাঁড়াবে: সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ৫ নভেম্বর: বিজেপি সরকার ক্ষমতায় এলে মেয়ের বাবা- মায়ের হাতে চেক ধরাতে হবে না। ধর্ষকের বাড়ির সামনে বুলডোজার দাঁড়িয়ে থাকবে। কালনায় বিজেপির সদস্য সংগ্রহ কর্মশালা থেকে এভাবেই রাজ্যের সরকারকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর মুখেও শোনা গেল যোগী তথা অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের বুলডোজার নীতির কথা।

সোমবার কালনায় বিজেপির সদস্য সংগ্রহ কর্মশালা ছিল। সেখান থেকে বাংলার মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনার কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী। এই প্রকল্পে মহিলাদের ৩০০০ টাকা করে দেবে বিজেপি সরকার। তা করতে কিভাবে ফর্ম পূরণ করতে হবে তাও বলে দেয় সুকান্ত মজুমদার। এই দিনের কর্মশালায় রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে সরব হন তিনি।

কিভাবে বাংলার নারীরা নিগৃহীত, নির্যাতিত, সেই বিষয়ে বলতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, আজকে জয়নগর হোক বা আর জি কর হোক মুখ্যমন্ত্রী ও তার দল বলের কি সলিউশন? মেয়ের বাবা-মাকে কোনভাবে ফুসলিয়ে নিয়ে যায়, তাদের হাতে চেক ধরাও।” তিনি বলেন, বাংলায় বিজেপির সরকার তৈরি হলে ধর্ষকের বাড়ির সামনে বুলডোজার দাঁড়িয়ে থাকবে।

বুলডোজার শব্দটি এতদিন যোগী রাজ্যের ক্ষেত্রেই শোনা যেতো এবার নারী নিগ্রহ রুখতে সেই রীতি বাংলায় চালু করার বার্তা দিলেন সুকান্ত মজুমদার।

গত কয়েক মাসে বাংলায় প্রায় রোজই ধর্ষণ ও খুনের ঘটনার অভিযোগ উঠে এসেছে। বাংলার নারী নিরাপত্তা বিস্তর প্রশ্নের মুখে পড়েছে। মুখ খুলেছেন বিশিষ্টজনেরাও। সেই পরিস্থিতিতে বুলডোজার নীতির কথা বললেন সুকান্ত মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *