BJP, Midnapur, মেদিনীপুরের বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার লকেট চট্টোপাধ্যায়ের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ নভেম্বর: মেদিনীপুরের বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে এলেন প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। প্রচারের আগেই আর জি কর কান্ডে অভিযুক্ত সঞ্জয়কে নিয়ে তিনি মন্তব্য করেন। এমনকি তিনি সিবিআই প্রসঙ্গে বলেন, কলকাতা পুলিশ যে তথ্য প্রমাণ দিয়েছে তার ভিত্তিতেই তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের কাছে নতুন কোনো তথ্য নেই।

আগামী ১৩ নভেম্বর রয়েছে রাজ্যের পাঁচটি বিধানসভার উপ নির্বাচন। এর মধ্যে রয়েছে মেদিনীপুর বিধানসভা কেন্দ্র। আর এই উপ নির্বাচনের প্রচার চলছে জোর কদমে।

এদিন বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের সমর্থনে প্রচারে আসেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি এইদিন সন্ধেয় প্রার্থীর হয়ে সাওড়া কলসি ভাঙ্গা এলাকায় প্রচার সারেন। তিনি প্রার্থীকে সঙ্গে নিয়ে হুডখোলা গাড়িতে রীতিমতো কয়েক কিলোমিটার প্রচার করেন। প্রার্থীকে জেতানোর পাশাপাশি মোদীর উন্নয়নের বিভিন্ন খতিয়ান তিনি গ্রামের মানুষের কাছে তুলে ধরেন। তবে প্রচারের আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর জি কর কাণ্ডে সঞ্জয় প্রসঙ্গে মন্তব্য করলেন এই প্রাক্তন সাংসদ। অভিযুক্ত সঞ্জয় প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, আমরা আগেও বলেছি সঞ্জয় জড়িত, কিন্তু সঞ্জয় একা জড়িত নয়। আরজিকর কান্ডে সঞ্জয়ের পাশাপাশি আরও অনেক ডাক্তার জড়িত রয়েছে। কলকাতা পুলিশের বিরুদ্ধে কটাক্ষ করে তিনি বলেন, কলকাতা পুলিশ সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে। এরপর সিবিআই- এর তদন্ত প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, সিবিআই প্যারাসুটে করে নেমে আসেনি। কলকাতা পুলিশ যা তথ্য প্রমাণ দিয়েছে সেগুলির ভিত্তিতেই তারা তদন্ত করছে। যেহেতু কলকাতা পুলিশ আগেই তথ্য-প্রমাণ লোপাট করে দিয়েছে তাই সিবিআই- এর তদন্তে সমস্যা হচ্ছে। তাই তারা সঞ্জয়কেই অভিযুক্ত হিসেবে দাবি করেছে। নতুন করে সিবিআই- এর কাছে আর কোনো তথ্য নেই।

এরপর তিনি এই উপনির্বাচনে আর জি কর- এর প্রভাব প্রসঙ্গে বলেন, গ্রামবাংলায় আর জি কর নিয়ে ভালো প্রভাব পড়েছে। যার প্রভাব এই নির্বাচনে পড়বে। পাশাপাশি তিনি বলেন, বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তা এখানকার মানুষ দেখতে পাচ্ছে। তারা এই দেখেই ভারতীয় জনতা পার্টিকে এই উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *