বিজেপি ক্ষমতায় এলে জেলে থাকতে হবে ভাইপোকে, কামারহাটিতে বললেন বিজেপি নেতা রাজু বন্দোপাধ্যায়

আমাদের ভারত, ব্যারাকপুর, ১১ জানুয়ারি : বিজেপি ক্ষমতায় আসলে জেলে যেতে হবে ভাইপোকে। উত্তর ২৪ পরগনার কামারহাটিতে ভারতীয় জনতা পার্টির দলীয় কর্মসূচিতে এসে অভিষেক বন্দোপাধ্যায় সম্পর্কে এই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সহসভাপতি রাজু বন্দোপাধ্যায়।

তিনি বলেন, “একজন সাংসদ প্রকাশ্য মঞ্চে বলছেন আমার যদি কলঙ্ক থাকে প্রমাণ করতে পারেন কেউ তবে একটা ফাঁসির মঞ্চ বানাবেন আমি নিজে গিয়ে মৃত্যু বরণ করব। তোমার কলঙ্ক আছে কি না, সেটা বাংলার মানুষ দেখছে। ফাঁসির মঞ্চ বানালে সেই মঞ্চ কালীঘাটে বানাতে হবে। আমি অভিষেক’কে মনে করিয়ে দিতে চাই, শোলে সিনেমার ডায়লগ মনে আছে তো? সেই চাক্কি পিষিং এন্ড পিষিং এন্ড পিষিং। আমরা ক্ষমতায় আসলে সারা জীবন জেলের ভেতরে চাক্কি পিষিং এন্ড পিষিং করে জীবন কাটিয়ে দিতে হবে। ওরা যতই অশান্তি করুক, কি ভেবেছে দিদির পুলিশ দিয়ে এবার বাংলায় ভোট হবে না। এবার বাংলায় ভোট হবে দাদার পুলিশ দিয়ে। আমরা নির্বাচনে অশান্তি চাই না, তবে ইঁট মারলে পাটকেল খেতেই হবে।”

কামারহাটিতে সোমবার দুপুরে বিজেপি নেতা রাজু বন্দোপাধ্যায়ের হাত ধরে শতাধিক বিরোধী দলের কর্মী সমর্থকরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে। বিজেপির এদিনের যোগদান মেলায় উপস্থিত ছিলেন বিজেপিতে যোগ দেওয়ায় টলিউডের দুই বিখ্যাত অভিনেতা ও অভিনেত্রী সুমন বন্দোপাধ্যায় ও কাঞ্চনা মৈত্র।

কাঞ্চনা এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কল্যাণ বন্দোপাধ্যয়ের সীতার অপমান প্রসঙ্গের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, “তৃণমূলের পায়ের তলায় মাটি নেই তাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কুরুচিকর মন্তব্য করছেন। উনার মাথার ঠিক নেই। মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। আগামী নির্বাচনে বাংলার মানুষ তৃণমূলকে ছুঁড়ে ফেলে দেবে।” অভিনেতা সুমন বন্দোপাধ্যায় বলেন, “এই কামারহাটিতে জেলে বসে ভোটে লড়ে হেরেছেন মদন মিত্র। ওটা এমন একটা দল যে ওই দলের প্রার্থীরা জেলে বসেও ভোটে লড়াই করতে পারে। আর কদিন পর গোটা দলটাকেই দেখবেন জেলে চলে গেছে। মদন মিত্রকে বলতে ইচ্ছা করে, মদন এই বয়সে বেশি বাড়াবাড়ি করবেন না। বেশি বাড়াবাড়ি করলে পাল্টে দেব বদন। মাস্তানি আমরাও করতে পারি। আপনারা আমাদের পার্টি অফিসে হামলা করবেন না। আমরা চাইলে ২৪ ঘণ্টার মধ্যে আপনাদের সব কটা দলীয় কার্যালয় বন্ধ করে দিতে পারি।” এদিনের বিজেপির যোগদান মেলায় কয়েকশ বিজেপি কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *