সাথী প্রামানিক, পুরুলিয়া, ২৮ ডিসেম্বর: পুরুলিয়ায় তুষারপাত! অবিশ্বাস্য হলেও শনিবার সাত সকালে পুরুলিয়ার বেগুনকোদরের বেশ কিছু গ্রামে খড়ের গাদায়, শুকনো গাছের গুঁড়ির উপর বরফের স্তর দেখতে পাওয়া গিয়েছে। গ্রামবাসীরা বরফ দেখতে পেয়ে কৌতূহলী হয়ে উঠেন। গ্রামাঞ্চলে ভিড় জমে যায় বরফ দেখতে। প্রচণ্ড ঠান্ডার মধ্যেও জীবনের প্রথমবার তুষারের আবরণ দেখতে প্রতিবেশীদের খামার বাড়ি, মাঠে ছুটে যান গ্রামবাসীরা।
স্থানীয় বাসিন্দা পেশায় প্রাক্তন ব্যাঙ্ক কর্মী ষাটোর্ধ্ব তপন কুমার বিদ জানান, ‘জ্ঞানত প্রথমবার এই রকম তুষারপাত চাক্ষুস করলাম। এর আগে এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে কিন্তু বরফ চাক্ষুস করিনি। কোনও দিন শুনিও নি।’ ভৌগলিকভাবে পুরুলিয়া জেলার অবস্থান দক্ষিণ বঙ্গের সব চেয়ে উঁচুতে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে ২৪০ মিটার। ভূ-প্রকৃতি অনুসারে গ্রীষ্মে প্রচণ্ড গরম, বর্ষায় উত্তর বঙ্গের পরে সব চেয়ে বেশি বৃষ্টিপাত হয়। আবার শীতে সব চেয়ে কম তাপমাত্রা হয়ে যায় ৫ ডিগ্রি। পাহাড়ি এলাকায় দুই ডিগ্রি কম হয়ে যায়। তবে কোনও ভাবেই তুষার পাত হতে পারে না বলে জানান পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধ্রুব জ্যোতি চট্টোপাধ্যায়।তিনি বলেন, ‘তুষার পাত হতে গেলে শূন্য ডিগ্রির কম টপ মাত্রার সঙ্গে সঙ্গে চাপ কম থাকতে হবে। যেটা শুক্রবার গভীর রাত বা শনিবার ভোরের দিকে তা ছিল না।’ অলৌকিক না হলেও বাস্তবে দেখা গিয়েছে বরফের একটা স্তর। সেটা নিয়েই ছবি এখন ভাইরাল হচ্ছে দূর দূরান্তরে।