গ্রামবাসীদের হাতে আক্রান্ত আইসিডিএস কর্মী, প্রতিবাদে পুরুলিয়ার পাড়া ব্লক এলাকার সমস্ত সেন্টারে তালা ঝুলিয়ে বিক্ষোভ

সাথী দাস, পুরুলিয়া, ১৫ মার্চ: আইসিডিএস সেন্টারে রান্না খাবার না পাওয়াকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে কর্মীদের ঝামেলায় উত্তপ্ত হয়ে উঠল এলাকা। ঘটনায় কান ছিঁড়ে রক্তাক্ত হলেন এক আইসিডিএস কর্মী। মঙ্গলবার এই ঘটনাটি ঘটে পুরুলিয়ার পাড়া ব্লকের কাকডিহা আইসিডিএস সেন্টারে। ঘটনার প্রতিবাদে বুধবার পাড়া ব্লক এলাকার সমস্ত আইসিডিএস সেন্টারে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হলেন আইসিডিএস কর্মীরা। ঘটনায় আজ আইসিডিএস সেন্টার থেকে পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত থাকলেন গোটা পাড়া ব্লকের উপভোক্তা শিশু ও প্রসূতি মায়েরা। একইসঙ্গে পাড়া ব্লকের শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের দফতর এবং পাড়া থানায় বিক্ষোভ দেখান আইসিডিএস কর্মীরা।

জখম আইসিডিএস কর্মী কুন্তি মাহাতোর অভিযোগ, কাকডিহা আইসিডিএস সেন্টারে উপভোক্তার তুলনায় খাবারের বরাদ্দ কম থাকায় সকল উপভোক্তাকে খাবার দিতে সমস্যায় পড়েন তারা। এরপরই ঝামেলা বাঁধে গ্রামের মহিলাদের সঙ্গে। ঘটনায় কান ছিঁড়ে দেওয়া হয় এক আইসিডিএস কর্মীর। এরপরই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ওই আইসিডিএস কর্মীকে। যদিও এই ঘটনায় পাড়া থানা এবং পাড়া ব্লকের শিশু বিকাশ প্রকল্পের আধিকারিক অভিযুক্তের বিরুদ্ধে কোনো উপযুক্ত ব্যবস্থা না নেওয়ায় আজ বুধবার পাড়া ব্লকের সমস্ত আইসিডিএস সেন্টার বন্ধ করে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন তাঁরা। ঘেরাও করা হয় পাড়া ব্লকের শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের দফতর। একইসঙ্গে পাড়া থানাতেও বিক্ষোভে সামিল হন আইসিডিএস কর্মীরা। যদিও বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন শিশু বিকাশ প্রকল্পের আধিকারিক শিব প্রসাদ দত্ত।

একইসঙ্গে আইসিডিএস কর্মীদের আরও অভিযোগ, পাড়া ব্লক এলাকায় ২৭২টি আইসিডিএস সেন্টারে প্রায় ২২০-৩০ জন আইসিডিএস কর্মী রয়েছেন। সেক্ষেত্রে রান্নার কাজেও সমস্যায় পড়তে হয় তাদের। আবার প্রায় প্রতিটি সেন্টারে উপভোক্তার তুলনায় খাবারের বরাদ্দ কম রয়েছে। কোথাও আবার পানীয় জলের সমস্যা, কোথাও রান্নার ঘরের সমস্যা রয়েছে। সমস্ত সমস্যার সমাধান করার দাবি জানিয়েছেন আইসিডিএস কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *