TMC, BJP, Agnimitra pal, মমতার পুলিশকে বলবো যদি দরকার হয় শাখা, পলা আমরা ধার দিয়ে দেবো: অগ্নিমিত্রা পাল

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ এপ্রিল: ভোট প্রচারের ফাঁকে বুধবার মেদিনীপুরে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বুধবার সকালে মেদিনীপুর শহরের হবিবপুর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে তিনি উপস্থিত হন। এরপর সেখানে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন, পাশাপাশি দলীয় কার্যকর্তা ও কর্মীদের নিয়ে একটি বৈঠক করেন অগ্নিমিত্রা পাল। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানান প্রশ্নের উত্তর দেন।

তিনি বলেন, মমতার পুলিশকে বলবো যদি দরকার হয় শাঁখা, পলা আমরা ধার দিয়ে দেব। এই যে দিদিমণির পুলিশ, তারা আপনাদের কেস দেয়। আপনারা যদি ঝান্ডা লাগান আপনাদের কেস দেবে, আপনারা যদি দেওয়াল লেখেন আপনাদের কেস দেবে, আপনারা যদি মিছিলে হাঁটেন তো আপনাদের ছবি তুলে নিয়ে যাবে, পঞ্চায়েতয়ের অফিসে আপনাদের নামে নালিশ হবে, দেখুন কারা কারা গিয়েছে কেস দেবে।

কিন্তু সন্দেশখালিতে যখন শেখ শাহজাহান আমাদের হিন্দু মা বোনেদের রাতের পর ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে, নির্যাতন করেছে, তখন এই পুলিশ কোথায় ছিল? আমাদের শাখা, পলা রয়েছে, সন্দেশখালির মা বোনেরা দেখিয়ে দিয়েছে এই শাখা, পলার কী জোর। মমতার পুলিশকে বলবো যদি দরকার হয় শাখা, পলা আমরা ধার দিয়ে দেবো।” দাঁতন বিধানসভার মোহনপুরে নির্বাচনী প্রচারে এসে রাজ্য পুলিশকে এমনই কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।

তিনি বলেন, “আজ দিদিমণির ভাইয়েরা, দিদিমণি বলেছিল সব বাঘ, আর সবাই বলেছিল চড়াম চড়াম ঢাক বাজবে। আর এখন চড়াম চড়াম ঢাক কোথায়? তিহার জেলে। পার্থ চট্টোপাধ্যায়ের গার্লফ্রেন্ডের খাটের তলা থেকে ৫১ কোটি টাকা বেরোয়, আর দিদিমণি বলছেন আমি কিছুই জানিনা। দিদিমণির মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আমাদের ছেলেমেয়েদের চাকরি চুরির টাকা, তার গার্লফ্রেন্ডের খাটের তলা থেকে বেরোয়। কিন্তু দিদিমণি কিছুই জানেন না।

তার মেয়ে নাকি টিউশন পড়িয়ে কোটি কোটি টাকার মালিক। আপনারা টিউশন পরিয়ে কোটি টাকার মালিক হয়েছেন? জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে টিউশন পড়িয়ে কোটি কোটি টাকার মালিক। আর যে তৃণমূলের নেতা কে দেখবেন সাইকেল চালিয়ে যাচ্ছিল। আজ দেখবেন চার চাকা নিয়ে যাচ্ছে। আমার আপনার কোটি কোটি টাকা চুরি করেছে। দিদিমণি বলেছিলেন বদলা নয় বদল চাই, কিন্তু বদল হয়নি বদলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *