Suvendu, Rampurhat, আদালতের নির্দেশ নিয়ে ১৫ আগস্টের মধ্যে রামপুরহাটে সভা করব: শুভেন্দু

আশিস মণ্ডল, রামপুরহাট, ২৫ জুলাই: “ধর্নামঞ্চ নিয়ে পুলিশ বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলে জানতে পেরেছি। আমি আশ্বাস দিচ্ছি পুলিশের ওই মামলায় আমরা সম্পূর্ণ আইনি সাহায্য দেব”। বৃহস্পতিবার বিজেপির তিন দিনের ধর্না অবস্থান বিক্ষোভের শেষ দিনে মোবাইল ফোনে এভাবেই দলীয় কর্মীদের আশ্বস্ত করলে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তিনি জানিয়ে দিলেন, পুলিশ অনুমতি না দিলে আদালতের নির্দেশ নিয়ে আগামী ১৫ আগস্টের মধ্যে রামপুরহাটে বড় জনসভা করবেন।

প্রসঙ্গত, পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে নির্বাচিত বিজেপি সদস্যদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। থমকে রয়েছে এলাকার উন্নয়ন। লোকসভা নির্বাচনের পর বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে এবং উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের দাবিতে মঙ্গলবার থেকে ধর্না অবস্থানে বসে বিজেপি। রামপুরহাট মহকুমা শাসকের অফিসের সামনে মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভের এদিনই ছিল শেষ দিন। ঠিক ছিল এদিন প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী। সেই মতো বিজেপি নেতৃত্ব প্রশাসনের কাছে আবেদন করেন। কিন্তু শেষ মুহূর্তে আবেদন বাতিল করে দেয় প্রশাসন। ফলে এদিন শুভেন্দু অধিকারী রামপুরহাটের সভা বাতিল করেন।

বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, “আমরা নিয়ম মেনেই প্রশাসনের কাছে আবেদন করেছিলাম। প্রথম দিকে প্রশাসন আমাদের মৌখিক আশ্বাস দিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে প্রশাসনের তরফে শুভেন্দুর কাছে রামপুরহাটে না আসার চিঠি পাঠায়। ফোনে শুভেন্দু অধিকারী বলেন, “আমি বিরোধী দলনেতা। ফলে আমার কিছু আইনি বাধ্যবাধকতা রয়েছে। সেই কারণে আমি যেতে পারলাম না। তবে ১৫ আগস্টের মধ্যে আমি হয় প্রশাসনের অনুমতি নিয়ে, নয়তো আদালতের নির্দেশ নিয়ে বড় জনসভা করব। এই স্বৈরাচারী সরকারকে আমাদের উৎখাত করতেই হবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *