লালকেল্লা কান্ডে অভিযুক্ত পাঞ্জাবি অভিনেতা দীপ সিধুর খবর দিলেই ১ লক্ষ টাকা পুরস্কার, ঘোষণা পুলিশের

আমাদের ভারত, ৩ ফেব্রুয়ারি: পাঞ্জাবি অভিনেতা দীপ সিধুর খোঁজ দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে দিল্লি পুলিশ। ২৬ জানুয়ারি হিংসার ঘটনায় পুলিশের মোস্ট ওয়ান্টেডের তালিকায় রয়েছেন এই পাঞ্জাবি অভিনেতা। তার বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ রয়েছে। লালকেল্লা অশান্তির আবহ তৈরি করার জন্য আরোও চার অভিযুক্তের নামেও ৫০ হাজার টাকা করে অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছে।

প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে রাজধানীতে তাণ্ডবের ঘটনায় অভিনেতা দীপ সিধুর খোঁজে তল্লাশি শুরু করল দিল্লি পুলিশ। সে কোথায় আছে বা তার গতিবিধি সম্পর্কে কেউ যদি খবর দিতে পারে তার জন্য এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। লালকেল্লায় হাঙ্গামা বাধানোর অন্য চার অভিযুক্ত, জয়বীর সিং, বুটা সিং, সুখদেব সিং, ইকবাল সিংয়ের নামে ৫০ হাজার টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে। ঘটনার পর থেকেই এরা গা ঢাকা দিয়েছে বলে অভিযোগ।

অভিযুক্তদের খুঁজতে দিল্লি ও পাঞ্জাবের বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত ৪৪টি এফআইআর দায়ের করা হয়েছে। ১২২ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য নয়া ৩ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রজাতন্ত্র দিবসের রাজধানীতে ট্রাক্টর মিছিল করেছিলেন আন্দোলনরত কৃষকরা। বেশিরভাগ কৃষক পূর্বনির্ধারিত পথে মিছিল নিয়ে এগিয়ে গেলেও আন্দোলনকারীদের একটি দল রাজধানীর বিভিন্ন জায়গায় ঢুকে অশান্তি বাধায়। তারা লালকেল্লায় ঢুকে পড়ে। লালকেল্লার সামনের অংশে জাতীয় পতাকার পাশে অন্য একটি গম্বুজের ওপর নিশানি সাহেবের পতাকা লাগিয়ে দেয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। কাঁদানো গ্যাসের শেল ফাটানো হয়। ঐদিন ট্রাক্টর উল্টে গিয়ে আন্দোলনকারী এক যুবকের মৃত্যু হয় বলে জানা যায়।ঘটনার দিনের বেশ কিছু ছবি দিল্লি পুলিশ প্রকাশ করেছে। তাদের মধ্যে লাঠিসোটা হাতে ১২ জন অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *