আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৪ ডিসেম্বর:
স্ত্রীকে খুন করার অভিযোগে স্বামীর যাবজ্জীবন সাজা ঘোষণা করল উত্তর ২৪ পরগণার বনগাঁ মহকুমা আদালত। অভিযুক্ত গাইঘাটা ময়না এলাকার বাসিন্দা রোশান মণ্ডল। মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে
এডিজে ১ বিদ্যুৎ কুমার রায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা ঘোষণা করে রোশান মন্ডলের।
২০১৭ সালে দুপুর ১২টা নাগাদ তার স্ত্রী বাসন মাজার সময় রোশান মণ্ডল স্ত্রী আলেয়া বিবিকে কোদাল দিয়ে সজোরে আঘাত করে মাথায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আলেয়া বিবির। পুলিশের হাত থেকে বাঁচতে স্ত্রীর কানের দুল নিয়ে বিক্রি করে বাংলাদেশে চম্পট দেয় রোশান। আলেয়া বিবির ভাই নাসির মন্ডল গাইঘাটা থানায় খুনের অভিযোগ দায়ের করে জামাইবাবুর বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক ছিল রোশান মণ্ডল। ওই সালের আগষ্ট মাসে ২৫ তারিখে পেট্রাপোল এলাকা থেকে তাকে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ। ২৬ আগস্ট থেকে বনগাঁ মহকুমা আদালতে বিচার শুরু হয় রোশানের। এদিন বনগাঁ মহকুমা আদালতে এডিজে ১ বিদ্যুৎ কুমার রায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা দেয় রোশান মন্ডলকে।