আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ নভেম্বর: পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে পিটিয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার ফুলগেড়িয়া গ্রামে। মৃত গৃহবধূর নাম লক্ষ্মী মুর্মু বয়স। আনুমানিক ২৭ বছর।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে দুজনের মধ্যে তুমুল ঝগড়া বাঁধে। অভিযোগ, সেইসময় পিটিয়ে মারা হয় লক্ষ্মী মুর্মুকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নারায়ণগড় থানার পুলিশ। অভিযুক্ত স্বামী ভানু মুর্মুকে আটক করেছে নারায়ণগড় থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনার কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।