নীল বনিক, আমাদের ভারত, ২১ ডিসেম্বর: হুরিয়তের ভাষায় কথা বলে দেশের অখন্ডতাকে ভাঙতে চাইছেন মমতা বন্দ্যেপাধ্যায়। শনিবার এমন অভিযোগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তিনি বলেন, কথায় কথায় কাশ্মীরে গণভোটের দাবি করে হুরিয়ত কনফারেন্স। পাকিস্তানের প্রধানমন্ত্রী গণভোটের দাবি করেন। এখন দেখাযাচ্ছে একই সুর রাজ্যের মুখ্যমন্ত্রীর গলায় শোনাযাচ্ছে। মুখ্যমন্ত্রী সংশোধিত নাগরিকত্ব আইন খারিজের দাবিতে গণভোটের দাবি করে দেশের সার্বভৌমত্ব নষ্ট করতে চাইছে বলে অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার সময় দেশের সার্বভৌমত্ব ও সংবিধানকে রক্ষা করার শপথ নিয়েছিলেন। কিন্তুু তিনি তা মানতে পারেননি।
প্রসঙ্গত, পার্কসার্কাসে মুখ্যমন্ত্রী সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করে রাষ্ট্রসংঘকে দিয়ে গণভোটের দাবি করেন। আর মুখ্যমন্ত্রীর এই দাবিকে এবার রাজনৈতিক ভাবে আক্রমন করার জন্য ময়দানে নামলেন রাজ্য বিজেপির নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবিকে এবার পাকিস্তানের নেতাদের সঙ্গে তুলনা টানতে শুরু করলেন বিজেপির রাজ্য নেতারা।