করোনা উপেক্ষা করে তৃণমূলের চাল-আলু বিলি নিয়ে ধুন্ধুমার বালুরঘাটে, বিক্ষোভ কয়েকশো বাসিন্দার

আমাদের ভারত, বালুরঘাট, ২৭ মার্চ: উধাও করোনার লক ডাউন। তৃণমূলের চাল-আলু বিলিকে ঘিরে ধুন্ধুমার কান্ড বালুরঘাটে। ব্যাগ হাতে বিক্ষোভ দেখাতে রাস্তায় নামলেন কয়েকশো মানুষ। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় শহরের ২ নম্বর ওয়ার্ডের ছিন্নমস্তা কলোনী এলাকায়। দীর্ঘ কয়েকঘন্টা ধরে চরম উত্তেজনা থাকলেও এলাকায় দেখা মেলেনি কোনও পুলিশেরই।

জানা যায়, এদিন সকাল থেকে শহরের বিভিন্ন ওয়ার্ডেই প্লাস্টিক ব্যাগে করে চাল ও আলু বিলি করছিলেন তৃণমূল নেতৃত্বরা। যে হিসাবে শহরের ২ নম্বর ওয়ার্ডের ছিন্নমস্তা কলোনীতেও চলছিল তৃণমূলের তরফে চাল ও আলু বিলি বলে অভিযোগ। সকালের পর সন্ধ্যাতেও এদিন পরিচিত কিছু লোকজনকে ওই চাল ও আলু বিলি করছিল স্থানীয় নেতৃত্বরা বলে অভিযোগ। শহরের অন্যতম বস্তি ও ঘন জনবসতিপূর্ণ এলাকা বলেই পরিচিত ওই কলোনীটি। দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী লোকের সংখ্যায় অধিক এই এলাকায়। করোনার লকডাউনের জেরে বিগত কয়েকদিন ধরে ঘরবন্দি থাকায় অধিকাংশ মানুষরাই একপ্রকার অর্ধাহারে দিনযাপন করছিল। সকাল থেকে এলাকায় তৃণমূলের তরফে চাল আলু বিলি হতে দেখেই কিছুটা আশায় বুক বেঁধেছিলেন বাসিন্দাদের একাংশ। সকালের পর এদিন সন্ধ্যায়ও পরিচিত হাতে গোনা কয়েকজনকে চাল আলু দিতেই বিক্ষোভে ফেটে পড়েন এলাকার কয়েকশো পুরুষ – মহিলারা। ব্যাগ হাতে নিয়ে তুমুল বিক্ষোভ দেখান বাসিন্দারা। ঘটনার জেরে পালিয়ে যান চাল আলু বিলি করতে যাওয়া নেতৃত্বদের একাংশ। ঘটনার দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও এলাকায় দেখা যায়নি কোনও পুলিশ কর্মীরই।

বাসিন্দাদের অভিযোগ, তৃণমূলের নেতারা বেছে বেছে তাদের পছন্দের লোকজনকে ওই চাল আলু বিলি করছিলেন। যে ঘটনারই প্রতিবাদ জানিয়েছেন তারা।

এলাকার বাসিন্দা সুজিত সুত্রধর, শ্যামলী দাস ও রেখা দাসরা জানিয়েছেন, এলাকার সকলেরই দিনমজুরি করে সংসার চলে। এই লকডাউনে সকলের অবস্থায় শোচনীয়। সকাল থেকে এলাকার তৃণমূলের নেতারা বেছে বেছে তাদের পছন্দের লোকজনদের চাল ও আলু দিচ্ছিল। সবারই প্রয়োজন চাল আলুর। বেছে বেছে কেন তাদের দেওয়া হবে। তাদেরও না খেয়ে দিন কাটছে। দিলে সকলকেই দিতে হবে, আর না দিলে কাউকেই দেওয়া যাবে না। সকলে একত্রিত হয়ে সেই ঘটনারই প্রতিবাদ জানিয়েছেন।

করোনার লকডাউনকে কার্যকর করতে যখন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে মানুষজনকে বোঝাচ্ছেন ঘর থেকে না বেরোতে। হাতজোড় করে নিবেদন করছেন কোথাও একত্রিত হওয়া যাবে না। ঘরে থাকুন, সুস্থ থাকুন এই বার্তা দিচ্ছেন তারই মাঝে খোদ তার দলের লোকজনের এমন কর্মকান্ডে নিন্দার ঝড় উঠেছে শহরজুড়ে। এদিন সন্ধ্যায় ছিন্নমস্তা কলোনীতে সকল মানুষের একত্রিত হয়ে চাল আলু বিলির প্রতিবাদকে ঘিরে কার্যত আতঙ্কিত হয়ে পড়েছেন আশপাশের বিভিন্ন এলাকার মানুষজনেরা। কয়েকশো পুরুষ মহিলা একত্রিত হয়ে এই প্রতিবাদ জানানোর ভাষায় লাটে উঠেছে শহরে প্রশাসনের জারি করা লকডাউন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *