শালবনী যুব তৃণমূলের ডাকে শতাধিক যুবকের রক্তদান

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ মে: শুক্রবার শালবনি ব্লকের গড়মালে শতাধিক যুবক রক্তদান করলেন। শালবনীর ৮ নং গড়মাল অঞ্চল তৃণমূলের উদ্যোগে শতাধিক যুব তৃণমূল কর্মী রক্তদান করেন। আজকের শিবিরে একজন প্রতিবন্ধী কর্মী ও দু’জন মহিলা কর্মী সহ শতাধিক ব্যক্তির রক্ত সংগ্রহ করে মেদিনীপুর ও ডেবরার ব্লাড ব্যাঙ্ক। শিবিরে শালবনীর বিধায়ক শ্রীকান্ত মাহাতো, পশ্চিম মেদিনীপুর জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী কার্যকরী সভাপতি নির্মাল্য চক্রবর্তী, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ী ও শালবনী শিক্ষা সেলের তন্ময় সিংহ প্রমুখেরা উপস্থিত ছিলেন।

শালবনী ব্লক যুব তৃণমূলের সভাপতি গৌতম বেরা জানান, এটি ব্লকের কর্মসূচি হলেও শালবনীর গড়মাল অঞ্চলের ভাতমোড় প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত রক্তদান শিবিরে বেশিরভাগ স্থানীয় কর্মীরাই রক্ত দান করেন।

শালবনী ব্লক যুব তৃণমূলের কার্যকরী সভাপতি সেখ মাহমুদ আলম বলেন, লকডাউনের মধ্যে রক্তদানের নির্দিষ্ট সীমা থাকায় বেশীরভাগ অঞ্চল থেকে কম কর্মীরা এলেও আমরা স্থানীয় গড়মাল ও বাঁকিবাঁধ অঞ্চল থেকে বিপুল সাড়া পেয়েছি। তিনি সকল রক্তদাতাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ও যুব তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ জানান, তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের কর্মীরা লকডাউনের মধ্যে এবং আমফান ঝড়ের পরে মানুষের পাশে আছেন। তিনি যুব কর্মীদের কুৎসা ও ভুয়ো খবরের বিরুদ্ধে জনমত গড়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *