কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ মার্চ :
জেলা পুলিশের নির্দেশে ঘাটাল থানার পুলিশের মানবিক মুখ দেখল ঘাটাল শহরে। দেশজুড়ে লকডাউন চলছে তারই মধ্যে ঘাটাল শহরে বিভিন্ন জায়গায় ঘাটাল থানার উদ্যোগে ভবঘুরে ভিক্ষুকদের দুপুরের খাবারের ব্যবস্থা করল। ঘাটাল শহরের বিভিন্ন জায়গায় থাকা ভবঘুরেদের খুঁজে বের করে তাদের খাবার পৌঁছে দেয় ঘাটাল থানার পুলিশ কর্মীরা। ঘাটাল শহরের সেন্ট্রাল বাসস্ট্যান্ডে ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক ভবঘুরেদের খাবার তুলে দেন এবং শহরের বিভিন্ন জায়গায় ঘাটাল থানার এএসআই কৌশিক সেন ও অন্যান্য সিভিক ও পুলিশ কর্মীরা ভবঘুরেদের দুপুরের খাবার তুলে দেয়।


