গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা! ১ চিকিৎসক করোনা পজিটিভ, সংস্পর্শে আসা ৯০০ জনকে রাখা হল কোয়ারান্টিনে

আমাদের ভারত,২৬ মার্চ:সাধারণ মানুষকে ভাল স্বাস্থ্য পরিষেবার দেওয়ার উদ্দেশ্য নিয়েই মহল্লা ক্লিনিক গড়েছিল কেজরিওয়াল সরকার। এবার সেই মহল্লা ক্লিনিকের চিকিৎসক করোনা পজেটিভ হলেন। চিকিৎসকের সংস্পর্শে আসার ৯০০ জনকে পাঠানো হলো কোয়ারান্টিনে। আর এর ফলে দিল্লি সরকার করোনার গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা করছে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জানিয়েছেন, ওই চিকিৎসকের স্ত্রী ও মেয়েও করণায় সংক্রমিত হয়েছেন।

ওই চিকিৎসকের শরীরে করনা আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা দিয়েছিল। পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। ফলে তার থেকে ব্যাপক সংখ্যক মানুষের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে প্রশাসন। ইতিমধ্যেই ওই চিকিৎসকের সংস্পর্শে আসার ৯০০ জনকে কোয়ারান্টিনে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

এখনো পর্যন্ত দিল্লিতে ৩৬ জন করোনা আক্রান্ত বলে জানা গেছে। তবে এই ঘটনার পর করণা আক্রান্তের সংখ্যা দিল্লিতে বাড়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। চিকিৎসকের ক্লিনিকে দেখাতে যাওয়া এক মহিলাও সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে। ৩৮ বছরের ওই মহিলার থেকে তার পরিবারের এক সদস্য সংক্রমিত হয়েছেন ইতিমধ্যেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *