সাথী দাস, পুরুলিয়া, ৩০ জুলাই: ফের বড় ট্রেন দুর্ঘটনা। মঙ্গলবার ভোর পৌনে চারটে নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া থেকে মুম্বইগামী এক্সপ্রেস ট্রেন। ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে লাইনচ্যুত হয় হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। দুর্ঘটনা ঘটে রাজাখারসওয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মাঝে।
ঝাড়খন্ডে ট্রেন দুর্ঘটনায় সাহায্যের হাত বাড়িয়ে দেয় বাংলা। পুরুলিয়া জেলা প্রশাসন ও পুরুলিয়া জেলা পুলিশ দুর্ঘটনাগ্রস্থ যাত্রীদের সহায়তায় আলাদা করে দুটি দল পাঠায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুরুলিয়া জেলা পুলিশ চালু করলো এক বিশেষ হেল্প লাইন। যার নম্বর ৮১৪৫৫০০৩৫৮।
পুরুলিয়া জেলা প্রশাসনের তরফে অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) আদিত্যবিক্রম মোহন হিরানি ও অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) রাজেশ রাঠোরের নেতৃত্বে একটি দল যায়। সেই সঙ্গে পুরুলিয়া জেলা পুলিশের তরফে অতিরিক্ত পুলিশ সুপার (অভিযান) যোধাবর অবিনাশ ভীম রাও-এর নেতৃত্বে একটি টিম পাঠানো হয়েছে।
পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দা ও পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “ওই ট্রেন দুর্ঘটনায় বাংলার বেশ কিছু যাত্রী জখম হয়েছেন। তাদের যাতে সবরকম সহায়তা করা যায় তাই টিম পাঠানো হয়েছে।”
অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) রাজেশ রাঠোর জানান, “সব কিছু খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। রাতে আমরা পুরুলিয়া ফিরছি।”
এখনো পর্যন্ত প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে ওই দুর্ঘটনায় ২ জন মারা গিয়েছেন। ১৭ জন আহত হন।