আমাদের ভারত, ১৯ নভেম্বর: মেয়েদের সবচেয়ে সংবেদনশীল অঙ্গগুলো হল ভগাঙ্কুর বা ক্লিটোরিস (clitoris), স্তনবৃন্ত, উরুদ্বয়, কানের লতি বা কানের নিচের অংশ, ঘাড় ও ঠোঁট। ভগাঙ্কুর স্পর্শ করে সবচেয়ে তাড়াতাড়ি উত্তেজিত করা সম্ভব। এছাড়া একেক জনের একেক রকম রুচি বা ভালো লাগা থাকে। সেসব জেনে নিতে হয়।
উত্তেজিত হলে মেয়েদের যৌনাঙ্গ ফুলে ফাঁপা হয়ে উঠবে। অতিরিক্ত ভিজে পিচ্ছিল হয়ে যাবে। স্তনবৃন্ত শক্ত হয়ে ফুলে উঠবে। নিঃশ্বাস দ্রুত এবং গাঢ় হয়ে আসবে। মুখে নানা রকম শব্দ হবে। প্রায় বেশীর ভাগ মহিলারাই যৌন মিলনের পরে একান্ত ঘনিষ্ঠ মুহূর্ত চায়৷ সে চাহিদায় তারা তৃপ্ত না হতে পারলে তাদের সঙ্গীর শারীরিক সংসর্গ তাদের খুশি করতে পারে না৷ এই অতৃপ্তির কারণে বেশীর ভাগ মহিলারই তার পুরুষ সঙ্গীকে স্বার্থপর মনে করে৷ কারণ তাদের মতে যৌন পরিতৃপ্তির সঙ্গে মানসিক সান্নিধ্য ও সম্পর্কের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ৷