আমাদের ভারত, ব্যারাকপুর, ১৮ ডিসেম্বর: পলতা নেতাজী পল্লী এলাকায় বাড়ি ভাঙ্গচুরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
নেতাজি পল্লী এলাকায় গত ৬০ বছরেরও বেশি সময় ধরে বসবাস করছে বেশ কয়েকটি পরিবার। তাদের মধ্যেই একটি ঘর রয়েছে মমতা সরকারের, যেখানে মমতা দেবী এবং তার মেয়ে পিকু সরকার থাকেন। সেখানে গতকাল রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। ভেঙ্গে দেওয়া হয় ঘর। এছাড়াও আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদের ঘর ছেড়ে দেওয়ার জন্য হুমকি পর্যন্ত দেওয়া হয় দুষ্কৃতীদের পক্ষ থেকে। ইতিমধ্যেই নোয়াপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মমতা সরকার এবং পিকু সরকারের পক্ষ থেকে।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পিকু সরকার জানান, বেশ কিছুদিন ধরে তাদের জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। তবে উত্তর ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ জানান, যারা এই বাড়ি ভাঙ্গচুর করেছে তারা অন্যায় করেছে। আইন তার ব্যবস্থা নেবে। তিনি বলেন, তৃণমূল এই ঘটনার প্রশ্রয় দেয় না।
তবে প্রাক্তন সাংসদ অর্জুন সিং- এর অভিযোগ, তৃণমূল আশ্রিত হান্নান- এর দলবল এই তান্ডব চালিয়েছে পুলিশের মদতে। হান্নান ওই এলাকায় এইভাবে অত্যাচার করে গেলেও নিশ্চুপ পুলিশ।