BSF, Rafting, রাফ্টিং অভিযানে বিএসএফ-এর ২০-সদস্যের মহিলা দল

আমাদের ভারত, ১৮ ডিসেম্বর: সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) দুই অফিসার এবং ‘সাপোর্ট স্টাফ’ সহ মহিলা সীমান্ত রক্ষীদের ২০-সদস্যের দল এক নৌ (রাফ্টিং) অভিযানে বার হয়েছেন। সামান্য বিরতির পর বুধবার তাঁরা আলমবাজারের বিএসএফ ক্যাম্পে এবং উলুবেড়িয়ায় একটি প্রচার শিবিরে অংশ নেন। বৃহস্পতিবার সকালে রওনা হবেন গঙ্গাসাগরের লক্ষ্যে।

এদিন শিবিরে এক অনুষ্ঠানে তাঁদের অভ্যার্থনা জানান বিএসএফ-এর আইজি (দক্ষিণবঙ্গ) মনিন্দর প্রতাপ সিং-সহ বাহিনীর একাধিক পদস্থ আধিকারিক। ২ নভেম্বর গঙ্গোত্রী থেকে তাঁদের ৫৩ দিনের অ্যাডভেঞ্চার শুরু হয়েছে। এই যাত্রা গঙ্গাসাগরে ২৪ ডিসেম্বর শেষ হওয়ার কথা।

বিএসএফ, পরিচ্ছন্ন গঙ্গার জাতীয় মিশন (এনএমসিজি) এবং কানপুর নগরের জেলা গঙ্গা কমিটির মধ্যে একটি সহযোগিতায় গঙ্গায় গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, কেবল মহিলাদের রাফটিং অভিযান হচ্ছে। অভিযানের লক্ষ্য নারীর ক্ষমতায়ণ এবং পরিচ্ছন্ন গঙ্গার পক্ষে প্রচার করা।

অভিযাত্রীদের ২,৫০০ কিলোমিটার পথ অতিক্রম করার কথা। তাঁরা কানপুরে থেমে, সেখানে শিক্ষামূলক প্রচার, সম্প্রদায়ের অংশগ্রহণ এবং পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। প্রয়াগরাজেও থেমে সেখানে জল দূষণের বিষয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠান পরিচালনা করে। সেখানে কুম্ভমেলার জন্য গঙ্গায় নিরাপত্তাবেষ্টনি থাকায় যাত্রাপথে কিছু সাময়িক বাধা তৈরি হয়েছিল।

প্রতি নৌকোয় অভিযাত্রী থাকছেন পাঁচ জন। অভিযাত্রীরা বলেন, হরিদ্বার থেকে সমতলে আসার পথে এক জায়গায় একটি নৌকো উল্টে গিয়েছিল। তবে, সঙ্গী-সহচর নৌকোর অভিযাত্রীরা দ্রুত পরিস্থিতি বিপন্মুক্ত করেন। পরিচ্ছন্ন আবহাওয়ায় আকাশে পরিযায়ী নানা ধরণের পাখি, জলে বিশেষত উত্তরাঞ্চলে বিভিন্ন প্রজাতির শুশুক দেখে তাঁরা খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *