Police, Khanakul খানাকুলে বন্যা দুর্গত শিশুদের বস্ত্র বিতরণ হুগলী গ্রামীণ পুলিশের

গোপাল রায়, আমাদের ভারত, হুগলি, ৩
অক্টোবর: খানাকুলের পানশিউলিতে বন্যায় ভেসেছে বাড়ি ঘর থেকে শুরু করে সবকিছু। দুর্গাপুজো আসছে, তাই ছোট ছোট ছেলে মেয়েরা যাতে নতুন জামা পড়ে পুজো দেখতে পায় তার জন্য ঠিক পুজোর ৫ দিন আগে হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে ছোটদের হাতে তুলে দেওয়া হলো নতুন জামা কপড়। তারই সঙ্গে প্রয়োজনীয় কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় হুগলি গ্রামীন পুলিশের পক্ষ থেকে।

অন্যদিকে খানাকুলের হুগলি জেলা গ্রামীণ পুলিশ ও খানাকুল থানার উদ্যোগে বন্যা দুর্গতদের জন্য মারোখানা হাইস্কুলে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। কলকাতা থেকে ৪০টি চিকিৎসকের একটি দল খানাকুলের মারোখানার প্রায় দু’ হাজার বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করেন। হাজির ছিলেন আরামবাগের লোকসভা সাংসদ মিতালী বাগ, হুগলির অ্যাডিশনাল এসপি কৃশানু রায়, আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও খানাকুল থানার ওসি হামিদুল রহমান।

অ্যাডিশনাল এসপি কৃশানু রায় জানান, খানাকুলের মারোখানা পঞ্চায়েতের বন্যাতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ও যেখানে বন্যা হয়েছে সেই এলাকাগুলিতে হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে স্বাস্থ্য শিবির করা হচ্ছে। তারই সঙ্গে বন্যা দুর্গতদের কিছু খাবার ও ছোট ছোট বাচ্চাদের পোশাকের ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *