কানের সম্যসা সমাধানে হোমিওপ্যাথি

ডাক্তার প্রশান্ত কুমার ঝরিয়াৎ
আমাদের ভারত, ৮ ডিসেম্বর: শীতের ঠান্ডা হাওয়া শুরু হয়ে গেছে, আলমারি থেকে বেরিয়ে এসেছে সোয়েটার, মাফলার, টুপি। এখন সকালে ও সন্ধ্যায় বাইরে বেরোলে এইগুলি আমাদের নিত্যসঙ্গী। বাসে, ট্রেনে, বাইকে যাতেই চড়ি না কেন কান ঢাকা টুপি অবশ্যই চাই। কিন্তু এত কিছুর পরেও অনেক সময় শেষ রক্ষা হয় না, ঠাণ্ডা হাওয়া লেগে শুরু হয় কানের যন্ত্রণা, সে এক অসহনীয় অবস্থা। কোন কাজে মন বসে না, মেজাজও খিটখিটে হয়ে যায়।

ঠান্ডা লেগে কানে যন্ত্রণা হওয়া ছাড়াও আরও অনেক কারন আছে যার ফলে কানে যন্ত্রণা হতে পারে। কানের মধ্যে কিছু ঢুকে গেলেও কানে যন্ত্রণা হয়। নোংরা জলে স্নান করে কানে ইনফেকশন হয়েও যন্ত্রণা হতে পারে। আঘাত লাগার ফলেও হতে পারে কানের যন্ত্রণা। আবার অনেক সময় দাঁতের ইনফেকশন থেকেও কানে যন্ত্রণা হতে পারে।

এবার দেখা যাক কোন কোন হোমিওপ্যাথি ওষুধ এই সমস্যা থেকে আমাদের রেহাই দিতে পারে। শীতের ঠান্ডা হাওয়া লেগে কানের যন্ত্রণা হলে একোনাইট প্রয়োগ করুন, শীঘ্র আরাম পাবেন।

কানের ভেতর দপ্-দপানি ব্যথা ও কানের ভেতর লাল হয়ে আছে, এমতাবস্থায় বেলেডোনা অব্যর্থ।

কানের ভেতর হলুদ পুঁজ হয়ে থাকলে পালসেটিলা বিফল হবে না।

আবার কান থেকে সাদা জলের মতো রস বের হলে সাইলেশিয়া’কে স্মরণ করতে হবে।

খুব দুর্গন্ধময় রস কান থেকে নিঃসৃত হলে সোরিনামের কথা ভাবতে হবে।

আঘাত লেগে কানে ব্যথা হলে আর্নিকা যে অব্যর্থ তা আর বলার অপেক্ষা রাখে না।

বিকট শব্দে কানে তালা লাগলে হাইপেরিকাম তা সারানোর ক্ষমতা রাখে।

এছাড়াও আরও অনেক ওষুধ আছে যেগুলি কানের সমস্যায় অত্যন্ত কার্যকরী কিন্তু এগুলি প্রয়োগের আগে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে নেওয়া আবশ্যক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *