ঋতু পরিবর্তনে হোমিওপ্যাথি

ডাক্তার প্রশান্ত কুমার ঝরিয়াৎ
আমাদের ভারত, ১ মার্চ: ধীরে ধীরে শীতকাল পেরিয়ে বসন্তের হাত ধরে গ্রীষ্ম তার আগমনী বার্তা দিতে শুরু করেছে। বসন্তের প্রকৃতি সেজে উঠেছে অপরূপ রূপ সজ্জায়। প্রকৃতির এই রঙ পরিবর্তনের সাথে সাথেই কিছুদিন পর আমরাও মেতে উঠব দোল উৎসবে। পলাশের রক্তবর্নে রাঙা হয়েছে মাঠ ঘাট। কবি গেয়ে উঠেছেন ‘ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে।’ কিন্তু এত আনন্দের মাঝে ছন্দপতন হয় যখন এই ঋতু পরিবর্তনের সময় শরীর খারাপ করে।

এই ঋতু পরিবর্তনের সময় প্রথম থেকেই যদি আমরা কিছু হোমিওপ্যাথি ওষুধের সাহায্য নিই তাহলে কিন্তু অনেক বড় বিপদ কে ঠেকানো যায়।
ছোট ছোট ছেলে মেয়েরা এই সময় ঠান্ডা গরমের ভারসাম্য বজায় রাখতে না পেরে সর্দি জ্বর বাঁধিয়ে বসে। এই অবস্থায় প্রথমেই একোনাইটের কয়েক মাত্রা প্রয়োগ করতে পারলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায়। তবে আগেও বলেছি আবার বলছি বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে এই ভয়ে অযথা বেশি গরম কাপড় দিয়ে ঢেকে রাখা ঠিক নয়, এতে ঘাম বসে গিয়ে হিতে বিপরীত হতে পারে।

গলায় ব্যথা, চোখ লাল, সঙ্গে জ্বর থাকলে বেলেডোনা অত্যন্ত কার্যকরী ওষুধ।

কফ বসে বুকে ঘড় ঘড়করছে, কাশলে মনে হচ্ছে অনেকটা কফ উঠবে কিন্তু খুব সামান্য কফ উঠছে, এমতাবস্থায় অ্যান্টিমটার্ট কফ তুলতে সাহায্য করবে।

কাশির দমকে মনে হচ্ছে বমি হয়ে যাবে, যেন বিরামহীন কাশি, ইপিকাক ওষুধটি আপনাকে নিরাশ করবে না।

দিনে গরম, রাতে ঠান্ডা, বাইরে থেকে ঘুরে এসে ঠান্ডা জল খেয়ে যদি কাশি বাধিয়ে বসেন, ব্রায়োনিয়া আপনার কষ্ট উপশম করবে।

বুকে কফ বসে গিয়ে সাঁই সাঁই করছে, তৎসহ শ্বাসকষ্ট, হালকা গরম জল খেলে খানিকটা উপশম হলে স্পনজিয়া ওষুধ টি বিপদের হাত থেকে আপনাকে বাঁচাতে পারে।

নাক থেকে কাঁচা জল ঝরছে, হাঁচি হচ্ছে, শ্বাসকষ্ট সামনের দিকে ঝুঁকে থাকলে আরাম হচ্ছে, আর্সেনিক ঔষধটি প্রয়োগ করে দেখুন আপনার কষ্ট উপশম হবে।

হাম আর পক্সেরও প্রাদুর্ভাব ঘটে এই সময়। তাই হামের ক্ষেত্রে মরবিলিনাম আর পক্সের ক্ষেত্রে ভেরিওলিনাম ওষুধটি প্রতিষেধক হিসেবে প্রয়োগ করলে অনেক ক্ষেত্রে ভালো ফল পাওয়া যায়।

এছাড়াও রোগের গতি প্রকৃতি অনুযায়ী আরও অনেক ওষুধ আছে যেগুলো এইসময় অত্যন্তউপকারী, তবে ওষুধগুলি গ্রহণ করার পূর্বে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে ওষুধের মাত্রা ও তার প্রয়োগ সম্পর্কে জেনে নেবেন।
এই ঋতু পরিবর্তনের সময় অযথা আতঙ্কিত না হয়ে উপরে আলোচিত সাধারন কিছু নিয়ম মেনে চলুন আর বসন্তের প্রকৃতির মনোরম রূপসূধা উপভোগ করুন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *