আমাদের ভারত, নদিয়া, ৩ অক্টোবর: রাজতন্ত্র এখন আর নেই কিন্তু রয়েছে রাজা, রাজবাড়ী রীতিনীতি সবকিছুই। নদিয়ার কৃষ্ণনগরে রাজবাড়িতে প্রথা মেনে সমস্ত জেলা তথা রাজ্যবাসীর জন্য মঙ্গল কামনায় আজ মহালয়ার পরের দিন প্রতিপদ থেকে জ্বলে উঠলো হোম কুন্ডের আগুন নিভবে না নবমী পর্যন্ত।
রাজবাড়ির রানী মা অমৃতা রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, নদিয়ার সকল অধিবাসী এবং সারা রাজ্যবাসীর উদ্দেশ্যে মহালয়া পরের দিন অর্থাৎ প্রথমা থেকে শুরু হয় এই হোম যজ্ঞ। আর এই হোম যজ্ঞ শেষ হয় নবমীতে।রাজবাড়ির যে বর্তমান রাজা অর্থাৎ যাকে বলা হয় বাড়ির কর্তা তিনি এই হোম যজ্ঞের সমাপ্তি করবেন নবমীর দিন। থাকবে এই ক’দিন সমস্ত মানুষের জন্য অন্য ভোগ বিতরণ। আর জি কর কাণ্ডের মতো এরকম নৃশংস ঘটনা যেন কোথাও না ঘটে তার জন্য মায়ের কাছে প্রার্থনা করা হবে। প্রত্যেক দিন থাকবে বিভিন্ন রীতি অনুষ্ঠান মেনে এই পুজো।