ছুটি বাতিল, ‘অতন্দ্র প্রহরীর দায়িত্ব বিদ্যুৎ পরিবারকে’

আমাদের ভারত, ২৬ সেপ্টেম্বর: “প্রতিবারের মতো এবারও পুজোয় বিদ্যুৎ দফতরের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। বিদ্যুৎ পরিবার অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর”। বৃহস্পতিবার এ কথা জানান
রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি সাংবাদিকদের বলেন, “পুজোর দিনগুলিতে বিদ্যুৎ দফতরের কর্মী ও আধিকারিক, মানুষের সেবার কাজে নিজেদের নিয়োগ করবেন নিরবিচ্ছিন্ন পরিষেবা প্রদান করার জন্য।

বিদ্যুৎ মন্ত্রী পুজো কমিটিগুলির কাছে এদিন আবেদন করেন, পুজো সংগঠকরা যেন বিদ্যুৎ দফতরের থেকে সঠিক চাহিদা অনুযায়ী সংযোগ নেন। বিদ্যুতের তারের ঠিক নিচে যেন কোনও মণ্ডপ না করেন। যেন আইএসআই বর্ণিত মানের কেবল ব্যবহার করা হয়, ছেঁড়া ও খোলা তার যাতে ব্যবহার না করা হয়, মণ্ডপের ভেতরে মূল সংযোগ স্থাপনকারী তারগুলি পিভিসি পাইপের মধ্যে দিয়ে যাতে নিয়ে যাওয়া হয়, মন্ডপের বিদ্যুৎ সংযোগে ব্যবহৃত ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন বোর্ডটিতে উন্নত মানের ফিউজ তার ও মেইন সুইচ ব্যবহার করা হয় এবং আর্থিং করানো হয়।

একই সঙ্গে যেন মণ্ডপের লোকসমাগম স্থল থেকে নিরাপদ দূরত্বে মণ্ডপের বিদ্যুৎ সংযোগস্থলটির ব্যবস্থা করা হয় ও বিশেষ প্রয়োজনে যাতে বিদ্যুৎ আধিকারিক ও কর্মীরা সহজেই মন্ডপের বিদ্যুৎ সংযোগ স্থলটিতে প্রবেশ করতে পারে সেদিকে নজর দেওয়ার বিষয় তিনি পুজো কমিটিগুলির কাছে আবেদন করেন।

এদিনের বৈঠকে বিদ্যুৎ সচিব শান্তনু বসু সহ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *