আমাদের ভারত, ৬ জানুয়ারি: গুরু গোবিন্দ
সিং’জির প্রকাশ পর্বের পবিত্র উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
সোমবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “মানবতার কল্যাণে তাঁর নিঃস্বার্থ নিষ্ঠা আমাদের অনুপ্রাণিত করে চলেছে। গুরু গোবিন্দ সিং’জি সর্বদা সমতা ও ন্যায়বিচারের পক্ষে ছিলেন। তাঁর নিরন্তর শিক্ষা আমাদের ধার্মিকতা, শান্তি এবং সম্প্রীতির পথে পরিচালিত করুক।”
প্রসঙ্গত, গুরু গোবিন্দ সিং ছিলেন শিখধর্মের দশম গুরু। তিনি পটনায় জন্মগ্রহণ করেন। গুরু গোবিন্দ সিং ১৬৭৫ সালের ১১ নভেম্বর মাত্র নয় বছর বয়সে পিতা গুরু তেগ বাহাদুরের স্থলাভিষিক্ত হন।