আমাদের ভারত, ১৫ মে: শহীদ সুখদেব থাপারের জন্মদিনে তাঁর স্মৃতিতে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী এক্স হ্যান্ডলে লেখেন, “মাতৃভূমির স্বাধীনতার জন্য সর্বস্ব উৎসর্গকারী অমর শহীদ সুখদেবজির জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। সুখদেবজি ভারতমাতার স্বাধীনতার জন্য যুবকদের সচেতন ও সংগঠিত করেছিলেন। স্বাধীনতা আন্দোলনে তাঁর আত্মত্যাগ বিপ্লবের স্ফুলিঙ্গকে এক বিশাল শিখায় রূপান্তরিত করেছিল। সুখদেবজির জীবন যুগে যুগে জাতির প্রথম দিকনির্দেশনায় অনুপ্রেরণা দিয়ে যাবে।
প্রসঙ্গত, সুখদেব থাপার (১৫ মে ১৯০৭ – ২৩ মার্চ ১৯৩১) হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন। শিবরাম রাজগুরু এবং ভগৎ সিং- এর সাথে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

