Governor রাজ্যপাল দোষী হলে তাঁকে অপসারণ করা উচিত: বিমান বসু

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৫ মে: “রাজ্যপাল দোষী হলে তাঁকে অপসারণ করা উচিত,” বলে মনে করেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী দেবদূত ঘোষের প্রচারে এসে এমন মন্তব্য করলেন বিমান বসু।

আগামী সপ্তাহে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। তার আগে ব্যারাকপুরে জোর কদমে প্রচার চালাচ্ছেন রাজনৈতিক দলগুলি। দলীয় প্রচারে আসছেন হেভিওয়েট নেতারা। মঙ্গলবার ভাটপাড়ায় বাম প্রার্থী দেবদূত ঘোষের সমর্থনে এক সভার আয়োজন করা হয়। সেই সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিমান বসু। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য পালের বিরুদ্ধে রাজভবনের এক মহিলা কর্মীর আনা শ্লীলতা হানির অভিযোগ এবং এক নৃত্য শিল্পীর আনা ধর্ষনের অভিযোগ নিয়ে মুখ খোলেন তিনি। রাজ্য পালের হাতেখড়ির প্রসঙ্গ টেনে তৃণমূল কে কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যপালকে হাতেখড়ি দেওয়ার জন্য অনেক কিছু করেছিলেন আর এখন সেই রাজ্যপালকে নিয়ে দুর্দশা। তবে উনি দোষী হলে ওনার অপসারণ হওয়া দরকার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *