সুশান্ত ঘোষ, আমাদের ভারত, বনগাঁ, ৬ জুন: আমফান ও কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত অসহায় আদিবাসীদের পুষ্টিকর খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করল উত্তর ২৪ পরগনার হিন্দু জাগরণ মঞ্চ। শনিবার বনগাঁর মণিগ্রাম, মাধবপুর ও সুখপুকুর এলাকায় প্রায় তিনশো শিশু ও একশো গর্ভবতী মায়েদের হাতে তুলে দেয় ডিম, দুধ। এদিন সকালে ঘাটবাওড়, মনিগ্রাম সহ একাধিক এলাকায় মঞ্চের সদস্য সদস্যরা এই খাদ্য সামগ্রী তুলে দেয়।
হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, একদিকে করোনায় কর্মহীন হয়ে পড়েছে আদিবাসী সম্প্রদায়। তার উপরে আমফান ও কালবৈশাখী ঝড়ে দিশেহারা। বাড়ির শিশুদের খাবার জোগাড় করাই দায় হয়ে উঠেছে। তাই সামান্য কিছ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় তাদের। তাছাড়া শিশুরা হল দেশের ভবিষ্যৎ। আর মায়েরাই শিশুকে বড় করে তোলে। তাই বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগানকে সামনে রেখে জাতি ধর্ম নির্বিশেষে গর্ভবতী মা ও শিশুদের আমন্ত্রণ জানানো হয়েছিল এদিন। সকল ভারত মায়ের সন্তানদের খাদ্য সামগ্রী বিতরণ প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে বলে জানায় হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। এদিন ডিম ও দুধ পেয়ে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন বাসিন্দারা।