Hindu Jagran Manch, Asansol, বাংলাদেশে হিন্দুদের উপর চলছে অত্যাচার! প্রতিবাদে আসানসোলে‌ পথে নামল হিন্দু জাগরণ মঞ্চ

আমাদের ভারত, আসানসোল, ৯ আগস্ট: বাংলাদেশের হিন্দুদের উপর চলছে অত্যাচার। এই খবর ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। হিন্দুদের উপর হওয়া একের পর এক অত্যাচারের খবর এবং ছবি নাড়িয়ে দিয়েছে এদেশের মানুষকে। আজ বাংলাদেশের হিন্দুদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে আসানসোল একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। মিছিলে ভিড় ছিল চোখে পড়ার মতো।

বাংলাদেশের হিন্দুদের উপর জেহাদি অত্যাচার মানব না। এই স্লোগান তুলেই শুক্রবার হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে আসানসোল একটি বিরাট প্রতিবাদ মিছিল হয়। এই মিছিলে নেতৃত্ব দেন হিন্দুত্ববাদী একাধিক নেতা। আসানসোলের গীর্জা মোড় থেকে এই মিছিলটি শুরু হয়, শেষ হয় আশ্রম মোড়ে।

উদ্যোক্তাদের দাবি, প্রায় দেড় হাজার মানুষ এই মিছিলে পা মেলান। মিছিলে হিন্দু জাগরণ মঞ্চের নেতা দেবতনু ভট্টাচার্য, অমিত সরকার যেমন ছিলেন, তেমনি উপস্থিত ছিলেন বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি। দেবতনু ভট্টাচার্য জানান, বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানোর বার্তা তারা দিতে চেয়েছেন এই মিছিলের মাধ্যমে।

দেবতনু ভট্টাচার্য আরও জানান, তারা মোদী সরকারের কাছে বাংলাদেশের হিন্দুদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার আবেদন জানিয়েছিলেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার সেই লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে। জানাগেছে, স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্যেগে বিএসএফের এক উচ্চ পর্যায়ের আধিকারিকের নেতৃত্বে এই বিষয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই কমিটি বাংলাদেশের হিন্দুদের উপর হওয়া যে কোনো রকম সমস্যার বিষয়ে দেখবে, উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। অন্যদিকে বাংলাদেশে অন্তবর্তী সরকার গঠন হবার পরেই সে দেশের নতুন সরকারের প্রধান মহম্মদ ইউনুসকে মোদী একাধারে যেমন শুভেচ্ছা জানিয়েছেন, তেমনি অন্যদিকে নতুন সরকারকে সে দেশের সংখ্যালঘু হিন্দুদের রক্ষা করার ডাকও দিয়েছেন। মোদী শুভেচ্ছা বার্তায় স্পষ্ট করেই লিখেছেন, “বাংলাদেশের হিন্দু ও অন্য সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করা হবে বলে আশা করছি।”

বাংলাদেশের সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া মারফত দেখা গেছে, অকল্পনীয় কষ্টের মধ্যে আছে বাংলাদেশের হিন্দুরা। অত্যাচারিত বহু হিন্দু ভারতে আসার চেষ্টা করেছেন। তাদের দাবি, বাংলাদেশের মাটিতে তারা আর থাকতে পারছেন না। সেখানে তাদের কোনো নিরাপত্তা নেই, শান্তিতে বাঁচার অধিকার তারা হারিয়েছেন। সন্ত্রাসবাদী এবং কট্টরপন্থীরা তাদের উপর অত্যাচার করছেন। মহিলা ও কিশোরীরা ধর্ষিত হচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন। আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের বাড়ি ও মন্দিরে। ভেঙ্গে ফেলা হচ্ছে দোকান পাট। লক্ষ লক্ষ টাকার সম্পত্তি নষ্ট করে দিচ্ছেন তারা। সর্বোপরি হত্যা করা হচ্ছে। সামাজিক মাধ্যমে যে পরিস্থিতি উঠে আসছে আসলে পরিস্থিতি তার থেকেও অনেক বেশি খারাপ বলে মনে করা হচ্ছে। হিন্দুদের দেশ ছেড়ে বেরিয়ে যেতে হুমকি দেওয়া হচ্ছে বলেও খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *