Himant, Bangladesh, মানচিত্র পোস্ট করে বাংলাদেশকে নিজেদের ২টো চিকেন নেক সামলানোর পাল্টা হুঁশিয়ারি হিমন্তর

আমাদের ভারত, ২৬ মে: চিকেন নেক নিয়ে বাংলাদেশকে হুঁশিয়ারি দিলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। কয়েকদিন আগেই বাংলাদেশে অবস্থিত দুটি চিকেন নেক নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। তা নিয়ে নানা কথা শুরু হয়েছিল। এবার বাংলাদেশের মানচিত্র সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অসমের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ভারতের চিকেন নেক নিয়ে যারা ভয় দেখানোর চেষ্টা করে তাদের মনে রাখা উচিত নিজের দেশের অবস্থা।

কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলনে হিমন্ত বিশ্বশর্মা বলেছিলেন, আমাদের একটা চিকেন নেক রয়েছে। কিন্তু বাংলাদেশের চিকেন নেকের সংখ্যা দুটি। যদি বাংলাদেশ আমাদের চিকেন নেকে আক্রমণ করে তাহলে বাংলাদেশের দুটো চিকেন নেকে আমরা আক্রমণ করবো। তবে সেদিন নিজের বক্তব্যের স্বপক্ষে কোনো প্রমাণ দেননি তিনি।

কিন্তু এবার বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি দিলেন নিজের সোশ্যাল মিডিয়ায়। একেবারে বাংলাদেশের মানচিত্র শেয়ার করে বুঝিয়ে দিলেন, ভারত পাল্টা দিতে তৈরি। ওই মানচিত্রে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে, কোন দুটি অংশকে চিকেন নেক বলে উল্লেখ করা যায়।

হিমন্ত বিশ্বশর্মা লিখেছেন, বাংলাদেশের দুটি চিকেন নেক রয়েছে যেটা অনেক বেশি নড়বড়ে। প্রথমটি দিনাজপুর থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে নর্থ বাংলাদেশ করিডোর। এই এলাকায় কোনো সমস্যা হলে গোটা রংপুর বিচ্ছিন্ন হয়ে পড়বে বাংলাদেশ থেকে। দ্বিতীয়টা হলো দক্ষিণ ত্রিপুরা থেকে মাত্র ২৮ কিলোমিটার দূরত্বে চিটাগং করিডোর। ভারতের চিকেন নেকের থেকে অনেকটা ছোট এই অংশ। তাছাড়া বাংলাদেশের রাজধানী এবং অর্থনৈতিক রাজধানীর মধ্যে এই পথটাই একমাত্র সংযোগকারী।

হিমন্তের হুঁশিয়ারি, কেবল ভৌগোলিক বিষয়গুলি তিনি তুলে ধরেছেন, কারণ এইগুলি অনেকেই ভুলে যায়। আসলে নাম না করে মহম্মদ ইউনুসকে বার্তা দিতে চেয়েছেন হিমন্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর বাংলাদেশের কূটনৈতিক চিত্র আমূল বদলে গিয়েছে। যে দেশ একসময় ভারতের বন্ধু ছিল, তারাই এখন চিন, পাকিস্তানকে কাছে টানছে। তাদের সঙ্গে হাত মিলিয়ে উত্তর পূর্ব ভারত ভেঙে ফেলার আকাশ কুসুম স্বপ্ন দেখছে। চিন সফরে গিয়ে চিকেন নেক দখলের কথা বলেছেন বাংলার অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস। চিনের আধিকারিকরাও নাকি এসে জায়গাটি পরিদর্শনও করে গিয়েছেন বলে সূত্রের খবর। সীমান্তবর্তী রংপুরের লালমনিরহাট জেলায় চিনের সহায়তায় বায়ু সেনাঘাঁটি তৈরি করতে চাইছে ঢাকা। গোটা বিষয়টি নিয়ে আগেও কড়া আক্রমণ শানিয়েছিলেন হিমন্ত বিশ্বশর্মা। এবার মানচিত্রের মাধ্যমে প্রমাণ দেখিয়ে বাংলাদেশকে আরো কড়া বার্তা দিলেন তিনি।

বাংলাদেশের এমন দুটি সংকীর্ণ করিডোর রয়েছে যা ভারতের শিলিগুড়ি করিডোরের তুলনায় অনেক বেশি ওপেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *