অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ১ ফেব্রুয়ারি:
“ভবিষ্যতে সরকার বাজার থেকে ধার কমিয়ে বেসরকারি ক্ষেত্রকে আরও টাকার যোগান দেবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে অন্তর্বর্তী বাজেটে। এতে লুকিয়ে আছে আরও বেশি করে বেসরকারি প্রতিষ্ঠানের আগমনের ইঙ্গিত।” বৃহস্পতিবার বাজেট-প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির বিভাগীয় প্রধান তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির প্রাক্তন বিভাগীয় প্রধান ডঃ অজিতাভ রায়চৌধুরী।
এই প্রতিবেদককে তিনি জানান, “এই অন্তর্বর্তী বাজেটে নতুন কোনও প্রকল্প বা কর ছাড়ের ঘোষণা নেই, যেটা চিন্তার চেয়ে বরং স্বস্তিদায়ক, যেহেতু ভোটের আগে বড় কোনও ঘোষণা আস্থাজনক হয় না।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী গত পাঁচ বছরের সাফল্যের উল্লেখ করে সেটাকেই জোর দেবার কথা বলেছেন। অতএব যুবা, গরিব, কিষান এবং মহিলাদের ক্ষমতায়নের কথা বারবার এসেছে- স্টার্টআপ, লাখপতি দিদি, কিষান প্রকল্পগুলি, আবাস যোজনা প্রভৃতির কথা।
অন্তর্বর্তী বাজেটে দাবি করা হয়েছে, পূর্ব ভারত ভবিষ্যৎ উন্নয়নের চালিকা শক্তি। পূর্ণাঙ্গ বাজেটে বর্তমান দল ক্ষমতায় থাকলে কি এর প্রতিফলন পূর্ব ভারত পাবে?”