Secondary Examination, 46 thousand candidates, বাঁকুড়ায় ৪৬ হাজার মাধ্যমিক পরীক্ষার্থী

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১ ফেব্রুয়ারি: এবছর বাঁকুড়া জেলা থেকে ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেবে। আগামীকাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা।এবছর মাধ্যমিক পরীক্ষায় জেলায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬,০৮৬৷ গতবারের তুলনায় ১৫,৮৭০ জন বেশি।

গতবারের মতোই এবারেও জেলায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। এবছর ২১,৫০৯ জন ছাত্র ও ২৪ ,৫৭৪ জন ছাত্রী পরীক্ষায় বসছে। এখবর জানিয়ে জেলা স্কুল পরিদর্শক পীযূষ কান্তি বেরা বলেন, সকাল ৯টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শুরুর একঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রের গেট খুলে দেওয়া হবে। জেলাজুড়ে মোট ১১৭টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। সমস্ত পরীক্ষা
কেন্দ্রগুলি সিসিটিভির আওতায় থাকবে। সমস্ত পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য পরিবহন ব্যবস্থাও থাকবে। হাতি উপদ্রুত এলাকায় পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাওয়া ও আসার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে উপদ্রুত এলাকায় হুলা পার্টি মোতায়েন থাকবে।

উল্লেখ্য, বাঁকুড়া জেলার জঙ্গল লাগোয়া এলাকায় হাতিদের উপদ্রবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই দু’জনের মৃত্যু ঘটেছে হাতির হানায়। সেদিকে লক্ষ্য রেখেই বনদপ্তর এই ব্যবস্থা গ্রহণ করেছে।

পীযূষবাবু আরও জানান, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা মোবাইল ব্যবহার করতে পারবে না। এমনকি জলের বোতলও সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। তিনি বলেন, সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।নির্বিঘ্নেই মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ছবিঃ ফাইল থেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *