আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ মার্চ: বনদপ্তরের আবেদন উপেক্ষা করে একদল বহিরাগত ব্যক্তি ফের আগুন লাগিয়ে দিল শাল জঙ্গলে। এর ফলে কয়েকশো শাল গাছ পুড়ে নষ্ট হয়েছে। সোমবার সকালে জঙ্গলে আগুন লাগানোর ঘটনাটি ঘটেছে মেদিনীপুর বন বিভাগের ভাদুতলা রেঞ্জের ধবাশোল ও ডাঙ্গাপাড়া বনাঞ্চলে।
ভাদুতলা বিটের আধিকারিক নিতাই চন্দ্র সিংহ জানিয়েছেন, এর ফলে প্রায় বারো হেক্টর এম,এস শাল প্ল্যান্টেশন সহ বিভিন্ন ভেষজ প্ল্যান্টেশন পুড়ে নষ্ট হয়ে গেছে। ভেষজ প্ল্যান্টেশনের মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সর্পগন্ধা, অনন্তমূল, কালমেঘ প্ল্যান্টেশন। জঙ্গলে আগুন লাগার খবর পেয়ে দমকলে খবর দেওয়া হলেও জঙ্গলের মাঝখানে দমকল বাহিনীর গাড়ি পৌঁছাতে পারেনি বলে ভাদুতলা রেঞ্জের বিট অফিসার জানিয়েছেন। জঙ্গলের মাঝখানে বেশ কিছুটা অংশে ফায়ার লাইন করা থাকলেও আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেজন্য বেশ কিছু নতুন প্ল্যান্টেশন নষ্ট হয়ে গেছে বলে বিট অফিসার নিতাই চন্দ্র সিং দাবি করেন। তিনি বলেন, জঙ্গলে আগুন না লাগানোর জন্য বার বার এলাকায় মাইক প্রচার করা হয়েছে। তা সত্ত্বেও এই নিয়ে দুবার জঙ্গলে আগুন লাগানোর ঘটনা ঘটলো।