পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হলো “সুরক্ষা” ক্যাম্প

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ এপ্রিল: আজ ডেবরার মাড়তলায় সত্যেশ্বর ইনস্টিটিউশনে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের কমিউনিটি পুলিশিং ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার নবতম প্রয়াস “সুরক্ষা” ক্যাম্প অনুষ্ঠিত হলো। সহযোগিতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। এই ক্যাম্পের মাধ্যমে প্রায় ৭০০ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও পথ্য দেওয়া হয়। অভিনব এই ক্যাম্পে আসন্ন বর্ষা ও মশার উপদ্রবের কথা মাথায় রেখে আগত সকল মানুষের হাতে তুলে দেওয়া হয় একটি করে মশারি।

এই সুরক্ষা ক্যাম্পের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার ও জেলা স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সারেঙ্গি। এছাড়াও জেলা ও ব্লক পর্যায়ের অন্যান্য আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *