জয় শ্রীরাম স্লোগান শুনে গুন্ডা, মস্তানের মত আচরণ কেন মুখ্যমন্ত্রীর! প্রশ্ন তুললেন শোভন

রাজেন রায়, কলকাতা, ২৮ জানুয়ারি: তৃণমূলে থাকাকালীন বরাবরই মমতার অনুগত এবং ঘনিষ্ঠ ছিলেন তাঁর প্রিয় কানন শোভন চট্টোপাধ্যায়। দলে তাঁর গুরুত্ব এবং একাধিক দফতরের পদমর্যাদাও বৃদ্ধি পেয়েছিল। কিন্তু
সে সব এখন অতীত। বহুদিন নিষ্ক্রিয় থাকার পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন শোভন চট্টোপাধ্যায় এবং তারপরে দেড় বছর বাদে রাজনৈতিক ভাবে সক্রিয় হয়েছেন তিনি।

বিজেপিতে আসার পর বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করছেন শোভন। বৃহস্পতিবার প্রথম উত্তর কলকাতায় রোড শো করলেন শোভন এবং বৈশাখী। ছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এদিন বিকেলে টালা অঞ্চল থেকে মিছিল শুরু হয়। মিছিলে ব্যাপক মানুষের উপস্থিতি দেখা যায়। আর সেখান থেকে শোভন নিশানা করেছেন মুখ্যমন্ত্রীকে।

তিনি বলেন, ”আজকের মিছিলে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন। এই জনপ্লাবন বলে দিচ্ছে উত্তর কলকাতার সব আসনে জিতবে বিজেপি। বিজেপি মানুষের মনের মধ্যে ঢুকে গিয়েছে। নির্বাচনের দিন ঘোষণা হলেই দেখবেন তৃণমূল তাসের ঘরের মতো ভেঙে পড়বে। জয় শ্রীরাম শুনলে মুখ্যমন্ত্রী ঠিক থাকতে পারেন না। গাড়ি থেকে নেমে বলছেন, এই এদিকে আয়। তিনি তো আর গুন্ডা বা মস্তান নন। তাহলে ওই স্লোগান শুনে ও রকম আচরণ করেন কেন?”

প্রসঙ্গত, ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় সরকার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু সেদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার সময় দর্শক আসন থেকে জয় শ্রীরাম ধ্বনি শোনা গেলে মুখ্যমন্ত্রী প্রতিবাদ জানিয়ে কোনো বক্তব্য না রেখে নেমে যান, যা নিয়ে পরবর্তীকালে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতিতে।

এর আগেও গত লোকসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী গাড়ি নিয়ে যাওয়ার সময় তাঁর কনভয়ের সামনে এক যুবক জয় শ্রীরাম ধ্বনি দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী তখন কনভয় থেকে নেমে গিয়েছিলেন ক্ষুব্ধ হয়ে। সেই প্রসঙ্গ টেনে শোভন বলেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী, সবকিছুর প্রতি তার সহিষ্ণুতা দেখানো উচিত। তাঁর এমন আচরণ মানায় না। তিনি ভুলে যাচ্ছেন জয় শ্রীরাম বাংলার আওয়াজ।” অর্জুন সিং একইভাবে তৃণমূলকে আক্রমণ করে বলেন, ‘উত্তর কলকাতায় বিজেপির মিছিলের কলেবর বলে দিচ্ছে তৃণমূল এখানে খাতা খুলতে পারবে না, সমস্ত আসনে জিতবে বিজেপি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *