আশিস মণ্ডল, রামপুরহাট, ১৪ আগস্ট: জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচি হিসাবে রোগীদের পুষ্টিকর খাবার দেওয়া হল বীরভূমের মল্লারপুরে। মল্লারপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর এবং মল্লারপুর নইসুভার উদ্যোগে বুধবার ১৩০ জন যক্ষ্মা রোগীর হাতে ছয় মাসের পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্য সামগ্রীতে রাখা হয়েছিল মসুর ও মুগ ডাল, ছোলা, সয়াবিন, ছাতু, সুজি, আমূল দুধ, ডিম, বিস্কুট, বাদাম, তেল, চিনি।
নইসুভার সভাকক্ষ দীক্ষায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক শোভন দে, মুখ্য স্বাস্থ্য আধিকারিক (১) অমিতাভ সাহা, মল্লারপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য আধিকারিক সৌরভ চক্রবর্তী, মেডিক্যাল অফিসার জ্যোতির্ময় মণ্ডল, ময়ূরেশ্বর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্র বন্দ্যোপাধ্যায়, বিডিও আবুল আলা মামুদ আনসারি, নইসুভার সম্পাদক সাধন সিনহা, ইফকোর রামপুরহাট ফিল্ড অফিসার সুশান্ত মুখোপাধ্যায়।
সাধন সিনহা বলেন, “যক্ষ্মা রোগীদের সুস্থ হতে ছয় মাস ওষুধ খাওয়ার নিয়ম। ওই ওষুধ খাওয়া শুরু করলে পুষ্টিকর খাবার খেতে হয়। কিন্তু গ্রামগঞ্জের দুঃস্থ মানুষদের পুষ্টিকর খাবার কিনে খাওয়ার সাধ্য নেই। সেই কারণে আমরা বিভিন্ন জনের সহযোগিতায় এবং নিজেদের সংস্থা থেকে ১৩০ জনের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলাম। সেই সঙ্গে তাদের সচেতন করা হল কেউ যেন ওষুধ খেতে না ভোলেন।”