ভোটে জিতে বিজেপির মহিলা প্রার্থীকে বেধড়ক মারধর, অভিযোগ ভাতজাংলা পঞ্চায়েতের তৃণমূলের জয়ী প্রার্থী বিজয় মজুমদার ও তার দলবলের বিরুদ্ধে

আমাদের ভারত, নদীয়া, ১৪ জুলাই: ভোটে জেতার পর পরাজিত প্রার্থীকে বন্দুকের বাঁট দিয়ে এলোপাথারি মার জয়ী প্রার্থীর অনুগামীদের। এমনটাই অভিযোগ নদীয়ার ভাতজাংলা পঞ্চায়েতের ১৮৪ নম্বর বুথের তৃণমূলের জয়ী প্রার্থী বিজয় মজুমদারের বিরুদ্ধে।

গতকাল ভোট গণনার পরে দেখা যায় বিজেপি প্রার্থী অপর্না দাস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজয় মজুমদারের কাছে হেরে গেছেন, তারপরেই বিজেপির এক কর্মীকে বেধরক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, তাকে বাঁচাতে গেলে বিজয় মজুমদারের দুই ছেলে শুভজিৎ মজুমদার ও অরিজিৎ মজুমদার, অপর্ণা দাসের বাড়ি আক্রমণ করে এবং তাকে বেধড়ক মারধর করে। এমনকি বিজেপি প্রার্থী অপর্নাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। তাকে বাঁচাতে গেলে তার বাবা ভাই ও মা আক্রান্ত হয়। এরপর মারাত্মক জখম অবস্থায় অপর্না দাসকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করে বলা হয়েছে এরকম কোনো ঘটনা ঘটেনি, হেরে যাবার কারণেই নাটক করছে বিজেপি প্রার্থী।

বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস জানান, আমাদের প্রার্থীকে প্রথমে রিগিং করে হারানো হয়েছে। তারপরে বাড়িতে আক্রমণ করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। পুলিশ প্রশাসনের কাছে বিজয় মজুমদার সহ তার দলবলকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *