রাজেন রায়, কলকাতা, ৭ জুন: প্রত্যেক বছরই হজযাত্রীরা নিয়ম করে ভারত থেকে মক্কায় হজ করতে যান বহু মুসলমান। তার জন্য আগে থেকেই টাকা দিয়ে বুকিংও করা হয়। কিন্তু করোনা ভাইরাসের কারণে এবার ভারতবর্ষ থেকে কেউ মক্কায় হজে যাচ্ছে না। আর সেই জন্য হজযাত্রীদের কাছ থেকে নেওয়া সব টাকা ফিরিয়ে দেবে সরকার। কেন্দ্রীয় হজ কমিটির পক্ষ থেকে রাজ্য হজ কমিটিকে বলা হয়েছে সকলের টাকা ফিরিয়ে দিতে। সেই মতো নির্দিষ্ট ফর্মও পাঠিয়েছে কেন্দ্র।
রাজ্য হজ কমিটি এক বিবৃতিতে সমস্ত যাত্রীদের উদ্দেশ্যে বলেছে, ’দুঃখের সহিত জানানো হচ্ছে যে, এ বছরে কোভিড ১৯ করোনা ভাইরাসে পুরো বিশ্ব আক্রান্তের কারণে, ভারত থেকে পবিত্র হজ এ বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। যে সকল হাজিগণ হজে যাওয়ার উদ্দেশ্যে টাকা জমা দিয়েছিলেন, আগামীতে পরিস্থিতি স্বাভাবিক হলে হজে যাওয়ার জন্য টাকা জমা রাখতে পারেন, নতুবা ক্যানসেল ফর্ম দেওয়া আছে, ফিলাপ করতে পারেন। আপনারা আপনাদের অ্যাকাউন্টে টাকা ফেরত পেয়ে যাবেন।
প্রতি বছর ভারত থেকে লক্ষাধিক মানুষ মক্কায় হজ করতে যান। এ বছর বাংলা থেকে প্রায় ৮ হাজার লোক হজে যাওয়ার জন্য আবেদন করেছিলেন। প্রথম ও দ্বিতীয় দফায় টাকাও দিয়েছেন। হজ কমিটির এক সদস্য জানান, কেন্দ্র থেকে রাজ্যকে যা বলা হয়েছে, তাতে এবার হজ যাত্রা হবে না। যারা টাকা ফেরত নিতে চান তারা ফিরে পাবেন, আর যারা আগামী বছরের হজের জন্য টাকা রেখে দিতে চান তারা রাখতে পারেন।