স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ অক্টোবর: ঘূর্ণিঝড় “ডানা”র কারণে আগাম সতর্কতা হিসেবে বন্ধ করে দেওয়া হলো গুপ্তিপাড়া ফেরিঘাট। ডানা নিয়ে আগেই সতর্ক বার্তা জারি করেছিলো আবহাওয়া দপ্তর। আর সেই পূর্বাভাস অনুযায়ী বুধবার সকাল থেকেই আঁকাশের মুখ ভার।
সূত্রের খবর, সেই সতর্ক বার্তা অনুযায়ী ঝড়ের কারণে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য গতকাল বিকেলে নোটিশ জারি করা হয় হুগলি প্রশাসনের পক্ষ থেকে শান্তিপুরের গুপ্তিপাড়া ঘাটে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ন’টা নাগাদ গুপ্তিপাড়া ফেরিঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। হটাৎ করে ঘাট বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন গুপ্তিপাড়া ফেরিঘাটের ওপর নির্ভরশীল নদিয়া, বর্ধমান ও হুগলি জেলার মানুষ।