Amit Shah, Dilip Ghosh, বিশ্বকর্মা পূজা উপলক্ষে প্রণাম ও শুভেচ্ছা অমিত শাহ ও দিলীপ ঘোষের

আমাদের ভারত, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজা উপলক্ষে প্রণাম জানালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মঙ্গলবার তিনি এক্স বার্তায় ছবি-সহ লিখেছেন, “সৃষ্টি ও সৃষ্টির দেবতা ভগবান বিশ্বকর্মার জন্মবার্ষিকীতে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই শুভ উপলক্ষ্যে জাতি গঠনে অবদান রাখা সকল শ্রমিকদের আমি প্রণাম জানাই।”

অন্যদিকে, বিজেপি নেতা দিলীপ ঘোষ এক্স বার্তায় ছবি-সহ লিখেছেন, “দেবশিল্পী মহাভাগ দেবানন কার্যসাধক।বিশ্বকর্মাণমাস্তুভ্যাম সর্বভিষ্টপ্রদায়ক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *