আমাদের ভারত, ১ জুলাই: চিকিৎসক দিবসে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সোমবার এক্স-বার্তায় শুভেন্দুবাবু লিখেছেন, “জাতীয় চিকিৎসক দিবসে সমস্ত চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যসেবী পেশাজীবীদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। সমাজকে অবিচ্ছিন্ন যত্ন এবং নিঃস্বার্থ সেবা দেন আপনারা। প্রখ্যাত চিকিৎসক এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সম্মান জানাতে ভারত ১৯৯১ সাল থেকে এই দিবস উদযাপন করে আসছে। ডঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী উভয়ই ১লা জুলাই।”