কবে বসবেন আলোচনায়, কী কী সমস্যা রয়েছে খসড়া প্রস্তাবে? চিঠি দিয়ে কৃষকদের কাছে জানতে চাইল কেন্দ্র

আমাদের ভারত, ২১ ডিসেম্বর:নয়া কৃষি বিল প্রত্যাহারের দাবিতে ২৬ দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। ইতিমধ্যেই সরকারের সঙ্গে ৬ বার বৈঠক করলেও কোন সমাধান সূত্র বেরোয়নি। কেন্দ্র জানিয়েছিল প্রয়োজনে তারা কৃষি আইনে সংশোধনী আনতে তৈরি। কিন্তু কৃষকরা তাতেই রাজি নন। তারা সম্পূর্ণ আইন প্রত্যাহারের দাবিতে অটল। এই পরিস্থিতিতে ফের কৃষকদের দিকেই বল ঠেলে সরকারের তরফে চিঠি দিয়ে তাদের জিজ্ঞাসা করা হল, কেন্দ্রের খসড়া প্রস্তাবে কেন তারা রাজি নয়? একইসঙ্গে তাদের জিজ্ঞাসা করা হল আবার কবে তারা বৈঠকে বসতে চান সেটাযেনো সরকারকে জানান।

কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর যুগ্মসচিব বিবেক আগারওয়াল চল্লিশটি কৃষক সংগঠনের নেতাকে চিঠি দিয়ে জানিয়েছেন, কৃষকরা যেসব সমস্যার কথা জানিয়েছেন তার সমাধানের জন্য কেন্দ্র খোলা মনে এগিয়েছে। ৯ ডিসেম্বর পাঠানো একটি খসড়া প্রস্তাবে সরকার অন্তত সাতটি সমস্যার বিষয়ে কৃষি আইনে প্রয়োজনীয় সংশোধনী আনতে প্রস্তুত বলে জানিয়েছিল। একইসঙ্গে কৃষকদের তারা লিখিতভাবে জানিয়েছিল যে ন্যূনতম সহায়ক মূল্য বন্ধ হবে না। কিন্তু ১৬ ডিসেম্বর ক্রান্তিকারী কিষান ইউনিয়নের রাজ্য সভাপতি দর্শন পালের তরফে একটি মেইল পাঠিয়ে কৃষক সংগঠনগুলি জানিয়েছিল সরকারের প্রস্তাব তারা মানছে না। তাদের অভিযোগ ছিল সরকারের পাঠানো ওই প্রস্তাব দায়সারা। ঠিক কোন কোন কারণে তারা প্রস্তাব মানলেন না সে বিষয়ে কোনো উল্লেখ করা হয়নি।

বিবেক আগারওয়াল চিঠিতে আবেদন করেছেন যেসব কৃষক সংগঠনগুলি সরকারের সঙ্গে কথা বলেছিল তাদের ওই খসড়া প্রস্তাবে ঠিক কী কী সমস্যা হচ্ছে সে সম্পর্কে তথ্য তারা যেন সরকারকে জানায়। একইসঙ্গে পরবর্তী পর্যায়ের বৈঠকের জন্য একটি দিনও ঠিক করে তারা জানায়। চিঠিতে আরোও বলা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব বিজ্ঞানভবনে সরকার বৈঠকে বসতে চায়। এই প্রসঙ্গে আরো অন্যান্য কৃষক সংগঠনের কাছেও চিঠি দিয়ে মতামত জানতে চেয়েছে কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *